শাস্ত্রমতে এই তিন রাশির (Horoscope) ভাগ্যে (Fortune) দুর্দান্ত সুযোগ তৈরি হচ্ছে। বুধের গোচরে এই তিন রাশির জ্যাকপট। সরস্বতী পুজো কাটতেই ফেব্রুয়ারি মাসে রয়েছে বুধদেবের গোচর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী (According to astrology) বুধের আলাদা মাহাত্ম্য রয়েছে।
আসন্ন সময়ে কুম্ভে প্রবেশ করবেন বুধ। এই কুম্ভে রয়েছে শনিদেবের প্রভাব। কুম্ভে, বুধের প্রবেশের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভবান হবে।
মেষ
আয়ের দিক থেকে খুব ভালো সময় আসতে চলেছে। পুরনো কোনও লগ্নি থেকে লাভের মুখ দেখবে জাতক-জাতিকারা। বুধ ব্য়বসারও কারক। নতুন ব্যবসা শুরু করার সেরা সময় এইটি। ব্যবসায় কোনও নতুন পথে দিশা দেখাবে। কাজের ক্ষেত্রে নতুন সম্ভাবনার রাস্তা খুলে দেবে।
আরও পড়ুন-মৌনী অমাবস্যায় সংকট মুক্তি ঘটবে তিন রাশির, জেনে নিন আপনার রাশির আপডেট
মকর
হঠাৎ করে প্রাপ্তিযোগ, ধনলাভ। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হতে পারে এই সময়। ধন লাভের নতুন যোগ তৈরি হবে। কোথাও আটকে থাকা টাকা ফেরত পাবেন দ্রুত। লগ্নি থেকে বিপুল মুনাফা হবে। কর্মক্ষেত্রে আপনি শুধু প্রশংসা পাবেন তাই নয়, পরিশ্রমের ফল পাবেন। চাকরির নয়া সুযোগ তৈরি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যাঁরা দিচ্ছেন, তাঁরা উচ্চ শিক্ষার বিপুল লাভ পাবেন। আপনার কথায় অনেকে আকৃষ্ট হবেন।
কুম্ভ
বাড়বে আত্মবিশ্বাস। কেরিয়ারের দিক থেকেও অভূতপূর্ব উন্নতি। সিনিয়র কর্তৃপক্ষের সমর্থন পাবেন। নতুন নতুন দায়িত্ব আসবে কাঁধে। আপনার ব্যক্তিত্বে আলাদা উজ্জ্বলতা আসবে। বিবাহিতদের এই সময় খুবই ভালো কাটবে সময়। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে। স্বাস্থ্য এই সময় ভালোর দিকে যাবে। পুরনো কোনও রোগ থেকে মুক্তি পাবেন। মানসিক শান্তি পাবেন। আর্থিক উন্নতির যোগ প্রবল।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।