নয়াদিল্লি: কংগ্রেসের (Congress) আইনজীবী নেতা অভিষেক মনু সিঙ্ঘভিকে (Abhishek Manu Singhvi) তেলঙ্গানা থেকে রাজ্যসভার উপ নির্বাচনে প্রার্থী করল কংগ্রেস। গত ছয় মাস আগেই কংগ্রেস শাসিত হিমাচলপ্রদেশের একমাত্র রাজ্যসভার আসনে নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি। ক্রস ভোটিংয়ের জেরে হেরে গিয়েছিলেন সিঙ্ঘভি। কংগ্রেস শাসিত নয় বিধায়ক ক্রস ভোটিং করেছিলেন।
উল্লেখ্য, আগামী ৩ সেপ্টেম্বর দেশের নটি রাজ্যের ১২টি রাজ্যসভা আসনে উপ নির্বাচন। তার মধ্যে তেলঙ্গানার একটি আসনও রয়েছে। অসম, বিহার, মহারাষ্ট্রে দুটি করে আসন রয়েছে। হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা, ওড়িশায় একটি করে আসন রয়েছে। তেলঙ্গানায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৭৫। ফলে স্বাভাবিক অঙ্কেই সিঙ্ঘভির জেতার কথা।
আরও পড়ুন: অপরাধীদের সন্ধান চাই, বিজ্ঞপ্তি জারি করল লালবাজার
আরও খবর দেখুন