নয়াদিল্লি: বিদেশে যাওয়া দেশের বর্তমান প্রজন্মের একটি রোগ। বিদেশে যাওয়া দেশের শিক্ষার্থীদের বিষয়ে শনিবার রাজস্থানে একটি অনুষ্ঠানে উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) এমনই মন্তব্য করেন। তিনি যাকে ব্রেন ড্রেন (Brain Drain) বলে অভিহিত করেছেন। তাঁর বক্তব্য, শিক্ষার বাণিজ্যিকীকরণ এর মানের উপর বিরূপ প্রভাব ফেলছে যা জাতির ভবিষ্যতের জন্য ভালো নয়।
উপ রাষ্ট্রপতির কথায়, শিশুদের মধ্যে আরেকটি নতুন রোগ তা হল বিদেশ যাওয়া। শিশুটি উৎসাহের সঙ্গে বিদেশে যেতে চায়। সে একটি নতুন স্বপ্ন দেখে। কিন্তু সে কোন প্রতিষ্ঠানে যাচ্ছে, কোন দেশে যাচ্ছে তার কোনও মূল্যায়ন নেই। তিনি জানান, ২০২৪ সালে প্রায় ১৩ লক্ষ শিক্ষার্থী বিদেশে গিয়েছিল। তাদের ভবিষ্যতের কী হবে সে সম্পর্কে একটি মূল্যায়ন করা হচ্ছে, লোকেরা এখন বুঝতে পারছে যে তারা এখানে পড়াশোনা করলে তাদের ভবিষ্যত কতটা উজ্জ্বল হত। এই ড্রেন আমাদের বৈদেশিক মুদ্রায় ক্ষতি করেছে।
আরও পড়ুন: আট ওষুধের দাম বাড়ল ৫০ শতাংশ
দেখুন অন্য খবর: