কলকাতা: তৃণমূলের রাস নিজের হাতে রাখতে এবার কড়া পদক্ষেপ নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির নির্দেশ দিলেন তিনি। মূলত তাঁর দল তৃণমূল কংগ্রেসের রাস নিজের হাতে রাখতেই এই পদক্ষেপ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাস কে নির্দেশ দিয়েছেন যাতে সমস্ত বিধায়কদের নিয়ে তৈরি করা হয় এই গ্রুপ। কিন্তু হঠাৎ কেন গ্রুপ তৈরি করতে বললেন নেত্রী?
অভিযোগ আইপ্যাকের কাছে বারবার চলে যাচ্ছে তৃণমূলের অন্দরের খবর। কী করে যাচ্ছে সেই খবর দলের বাইরে তা নিয়ে প্রশ্ন খাঁড়া করেছেন খোদ মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, ‘ দলের ভিতরের কথা কীভাবে আইপ্যাকের কাছে যাচ্ছে’?
আরও পড়ুন: ক্ষমতাবলে ছেলের ২৫ বছরের কারাদণ্ডে ক্ষমা বাবা প্রেসিডেন্ট জো বাইডেনের
আজ বিধায়কদের নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই আইপেকের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর সাফ দাবি, আইপেককে সমীক্ষার কাজ দেওয়া হয়েছে। কিন্তু তা বলে দলের নিতী নির্ধারণ করার দায়িত্ব দেওয়া হয়নি তাদের। এই প্রেক্ষিতেই বৈঠকে বক্তব্য রাখেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর প্রশ্ন দলের অভ্যন্তরীণ কথা কীভাবে আইপেকের কাছে চলে যাচ্ছে? এই নিয়ে আজ বৈঠকেই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, দলের ছাত্র যুব সংগঠনের কাজকর্ম নিয়ে তিনি একেবারেই খুশি নন। মহিলা সংগঠন খুব ভালো কাজ করছেন বলে জানান তিনি।
দেখুন অন্য খবর