কলকাতা: জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) কাজে ফিরতে বলেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। জুনিয়র ডাক্তাররা কাজে ফিরুন, এবার নবান্নে সাংবাদিক বৈঠকে অনুরোধ করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। তিনি বলেন, জুনিয়র ডাক্তারদের প্রতি সহানুভূতি রয়েছে। আমরা চাইছি, বন্ধু বা ভাইবোন হিসেবে ওঁরা যেন আবার কাজ শুরু করেন। সুপ্রিম কোর্ট সবাইকে কাজে ফিরতে বলেছে। এও বলেছে, কাজে ফিরলে সবাই উপকৃত হবেন। কাল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তাররা যাতে কাজে ফেরেন তা নিয়ে আজ মুখ্যমন্ত্রীও অনুরোধ করছেন। আমরা একই কথা বলছি।
আমরা আবার আবেদন করছি, জুনিয়র ডক্টর জয়েন করুন। দ্বিতীয়ত নিরাপত্তার কথা বলা হয়েছে। ৭ দিনের মধ্যে হাসপাতালগুলোর সঙ্গে আলোচনা করে আমরা শুরু করব। নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের কাজ দ্রুততার সঙ্গে করব। জুনিয়র ডাক্তারদের বলব, যাতে আপনারা কাজে ফিরবেন।
আরও পড়ুন: অফ ডে দেওয়া হয়নি, টানা কাজ করে মৃত্যু যুবকের
আরও খবর দেখুন