কলকাতা: এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভীক দেকে (Avik Dey) নিয়ে স্বাস্থ্যভবনে বিশেষ চিঠি এসএসকেএমের ডিনের। যে চিঠি সামনে এসেছে তাতে নানা অভিযোগ তোলা হয়েছে। আরজি করের ঘটনার আগের দিন থেকেই এসএসকেএমে অনুপস্থিত অভীক। এসএসকেএমের ডিরেক্টর ও স্বাস্থ্যভবনে এই চিঠি দেওয়া হয়েছে। স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, চিঠিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশন প্রক্রিয়ার নিয়ম মানেননি অভীক। জমা দেননি থিসিসের সিনোপসিস। এনএমসি গাইডলাইন মেনে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সে আধার সম্বলতি কোনও তথ্য জমা দেওয়া হয়নি। তাছাড়া গত ৮ অগাস্ট (উল্লেখ্য, ৯ অগাস্ট আরজি করে তরুণী ডাক্তারের দেহ উদ্ধার হয়) থেকে অভীকের কোনও খোঁজ নেই এসএসকেএমের এই বিভাগে। প্রশ্ন উঠছে কার জন্য এসএসকেএম কর্তৃপক্ষ এতদিন চুপ ছিলেন? গত ২০ ফেব্রুয়ারি পিজিটি হিসেবে এসএসকেএমে ভর্তি হন অভীক। তাহলে কার প্রশ্রয়ে অল্প সময়ে এই স্বেচ্ছাচারিতা চালাতেন অভীক? সেই প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: এবার আরও বড়় হামলা ইজরায়েলের
আরও খবর দেখুন