কলকাতা: পুজোতে মুক্তি পাচ্ছে দেবের (Dev) টেক্কা। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার। এবার ছবি ঘোষণার চার বছর পর শুরু হচ্ছে দেবের ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) -এর শুটিং! ২০২১ সালে কালীপুজোর আগে এই ছবির ঘোষণা করেছিলেন দেব ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্য়ায়। তারপর কোনও না কোনও কারণে পিছিয়ে গিয়েছিল ছবির কাজ। এবার শুরু হচ্ছে ছবি কাজ। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিতে নামভূমিকায় অভিনয় করবেন দেব। ‘রঘু ডাকাত’ ছবির ফার্স্টলুক শেয়ার করে দেব লিখেছিলেন, ‘আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার এই পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন – নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত’।
দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ছবির কাজে হাত দিতে চলেছেন নির্মাতা। নানা কারণে ‘রঘু ডাকাত’ ছবিটির মুক্তি পিছিয়েছে। ইন্ড্রাস্ট্রির অন্দরে কানপাতলে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ছবির কাজ শুরু করতে চলেছেন ছবির নির্মাতা। এই ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছেন। পরিচালক জানিয়েছেন, ‘রঘু ডাকাত’-এর থেকে বড় মাস ছবি আর কী হতে পারে! সেই জন্যেই তো ছবিটার প্রস্তুতিতে এতটা সময় নিচ্ছি। শুটিংয়ের তারিখ নিয়েও দেবের সঙ্গে তাঁর কথাবার্তা হয়েছে। এই মুহূর্তে টিম ছবির লোকেশন রেকিতে ব্যস্ত। রাজ্যের একাধিক জায়গায় ছবির শুটিং হওয়ার কথা। মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে নাকি ছবির কিছু দৃশ্যের শুটিং হওয়ার কথা।
বাংলার ডাকাত নিয়ে যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা রঘু ডাকাতের রোমাঞ্চকর গল্প। যে রঘু ডাকাতের দাপটে ইংরেজরা ভয়ে কেঁপে উঠত, সেই রঘুর ইংরেজদের প্রতি বিদ্রোহও বাংলার লোককথায় স্থান পায়। লোককথা অনুয়ায়ী, তিনি বাংলার সাধারণ মানুষের কাছে ছিলেন রবিনহুড। যাবে বলে মাসিহা। হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রামে ছিল রঘু ডাকাতের আস্তানা। সেখানেই নাকি একসময় প্রতিষ্ঠিত ছিল এক কালীমন্দির। নাম ডাকাতে কালী। পরে সেই মন্দির ‘রঘু ডাকাতের মন্দির’ হিসেবেও বিখ্যাত হয়। ধনীদের লুটে তা বিলিয়ে দিতেন সাধারণ অসহায় মানুষের মধ্যে। মেয়েদেরের জন্য ছিল তাঁর অগাধ সম্মান। এই চরিত্রকে বড়পর্দায় এবার নিয়ে আসছেন দেব ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে ‘রঘু ডাকাত’ দেবের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি।
View this post on Instagram
অন্য খবর দেখুন