skip to content
Friday, January 17, 2025
HomeScrollডিসেম্বরে হতে চলেছে জিএসটি কাউন্সিলের বৈঠক
GST

ডিসেম্বরে হতে চলেছে জিএসটি কাউন্সিলের বৈঠক

বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

Follow Us :

ডিসেম্বরে হতে চলেছে জিএসটি কাউন্সিলের বৈঠক। ডিসেম্বরের শেষ সপ্তাহে হবে এই বৈঠক। ২০ ডিসেম্বর এবং ২১ ডিসেম্বর, দুদিন ব্যাপী চলবে জিএসটি কাউন্সিলের বৈঠক।

কিন্তু কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এই বৈঠক?

আরও পড়ুন: গল্ফগ্রিন কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, খুনির খোঁজে গোয়েন্দারা 

জানা যাচ্ছে রাজস্থানের জয়সলমিরে বসতে চলেছে এই বৈঠক। যেখানে রাজ্যের প্রতিটি কেন্দ্রের বঞ্চনার কথা সেই বৈঠকে তুলে ধরা হবে। দুদিন ব্যাপী এই জিএসটি কাউন্সিলের বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

উল্লেখ্য, শীতকালীন অধিবেশনে দেখা গেছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা নিয়ে সরব হয়েছেন। বারবার রাজ্য থেকে অভিযোগ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে রাজ্যের কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে। রয়েছে প্রচুর পাওনা কিন্তু সেই পাওনা কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যেকে মেটানো হচ্ছেনা বলে দাবি করা হয়। এই অভিযোগের আবহেই ২০ ডিসেম্বর এবং ২১ ডিসেম্বর বসতে চলেছে জিএসটি কাউন্সিলের বৈঠক। আর মনে করা হচ্ছে সেই বৈঠকে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরব হতে পারেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে।  পাশাপাশি আর কোন কোন বিষয় উঠে আসে বৈঠকে সেই দিকেও থাকবে নজর।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular