কলকাতা : আজ রঙের উৎসব দোলযাত্রা। আর সেই দোল যাত্রায় ৮ থেকে ৮০ সকলেই মেতে উঠেছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা এবং রাজনৈতিক ব্যক্তিত্বরাও আজ রঙে একাকার হয়েছেন। বাদ গেল না রাজভবনও। প্রত্যেক বছরের মত এ বছরেও রাজভবনে রাজ্যপালের উপস্থিতিতে পালন করা হলো দোলযাত্রা।
আরও পড়ুন: দোলের দিন ফাঁকা শান্তিনিকেতন
আজ রঙে রাঙিয়ে উঠলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের ভিতর পালন করা হলো দোলযাত্রা। রাজভবনের সমস্ত কর্মীদের নিয়ে রঙের খেলায় মাতলেন রাজ্যপাল। সকলের সঙ্গে মিলেমিশে তিনিও আবিরে রাঙা হয়ে উঠলেন। আর সেই মুহূর্ত হল ফ্রেমবন্দি।
দেখুন অন্য খবর