Thursday, November 6, 2025
HomeScrollবন্ধুর কাছে ধার করা টাকা দিয়ে লটারি! পঞ্জাবের অমিতের ঘরে এলো ১১...
Lottery Win

বন্ধুর কাছে ধার করা টাকা দিয়ে লটারি! পঞ্জাবের অমিতের ঘরে এলো ১১ কোটির সৌভাগ্য

স্ত্রী জিতলেন ১০০০ টাকা, আর অমিতের হাতে এল কোটি টাকার পুরস্কার

ওয়েব ডেস্ক: ভাগ্যের ফের কাকে বলে? তা যেন নিজের জীবনে হাড়ে হাড়ে বুঝলেন পঞ্জাবের (Panjab)  অমিত সেহরা। বন্ধুর কাছ থেকে ধার করা টাকা দিয়ে দুটি লটারির টিকিট কেটেছিলেন তিনি। একটি নিজের নামে, অন্যটি স্ত্রীর নামে। ফলাফল দেখে বিস্মিত দম্পতি। স্ত্রী জিতেছেন ১০০০ টাকা, আর অমিত জিতেছেন গোটা ১১ কোটি টাকা (Lottery Win)!

অমিত জানিয়েছেন, “এক নিমেষে আমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেল। এমন কিছু ঘটবে, স্বপ্নেও ভাবিনি।”
বিপুল এই পুরস্কারের টাকা তিনি প্রথমেই খরচ করতে চান দুই সন্তানের পড়াশোনার জন্য। পাশাপাশি একটি বাড়ি তৈরি করার পরিকল্পনাও করেছেন।

আরও পড়ুন: ভোট শুরু হতেই এ কী ছবি বিহারে? দেখুন সরাসরি

যে বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে টিকিটটি কেটেছিলেন, সেই বন্ধু মুকেশকেও এক কোটি টাকা উপহার দেবেন বলে জানিয়েছেন অমিত। “এই লটারির টিকিট কেনার পেছনে ওর অবদানই সবচেয়ে বেশি। তাই আমার সৌভাগ্যের অংশ ওকেও দেব,” বলেন অমিত।

অভাবের সংসারে লটারির এই পুরস্কার যেন এক আশার আলো হয়ে এসেছে অমিত ও তাঁর পরিবারের জীবনে। ভাগ্যের জোরেই আজ এক মুহূর্তে পাল্টে গেল তাঁদের ভবিষ্যৎ।

দেখুন আরও খবর: 

Read More

Latest News