ডোমজুড়: সরকারি কর্মীরা নিজেরা সুরক্ষিত নয়। তাঁরা কর্মস্থলে বিচার পাচ্ছেন না। ফলে এই রাজ্যের ভবিষ্যৎ স্তব্ধ হতে বসেছে বলে মন্তব্য করলেন ডিওয়াইএফআই (DYFI) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee)। সোমবার সকালে মানিকপুরে ইনসাফ যাত্রায় অংশ নিয়ে তিনি একথা জানান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি মহুয়া মৈত্র ইস্যুতে বলেন, এটি আজগুবি ইস্যু। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নবজোয়ার যাত্রাকে কটাক্ষ করে তিনি বলেন, আমাদের ইনসাফ যাত্রায় কটা পুলিশ আছে দেখুন। মানুষ এবার ইনসাফ চাইছে।
মানিকপুরে ব্যবসায়ীদের কাছ থেকে তিন লক্ষ টাকা চাওয়া হয়েছে এই প্রসঙ্গে সাংবাদিকদের উত্তরে তিনি বলেন সব তোলাবাজির হিসাব তোলা থাকছে। উল্লেখ্য মানিকপুরের পরেই ডোমজুড়ে ইনসাফ যাত্রা পৌঁছয়। সেখানে মীনাক্ষী বলেন, ওরা আমাদের দমিয়ে রাখতে চায়। এসবের হিসাব নেবেন জনগণ। জ্যোতিপ্রিয়র চাল চুরির ইনসাফ নেবে। বামপন্থীরা জানে কীভাবে জাল কাটতে হয়। তাই ভয় পাওয়া ছেড়ে দিয়েছি।
আরও পড়ুন: চাষের ক্ষতিপূরণের দাবিতে মেমারিতে পথ অবরোধ কৃষকদের
আরও খবর দেখুন