শ্রীনগর: নিরাপত্তাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জম্মু-কাশ্মীরে (Jammu kashmir) নিহত জঙ্গি (Terrorist)। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। জঙ্গলের মধ্যে শ্রীনগরের আপার দাচিগাম বনাঞ্চলে জঙ্গি দমন অভিযান চালানোর সময় মৃত্যু হয় এক জঙ্গির।
জঙ্গল থেকে ওই জঙ্গির গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। আরও দুই থেকে তিনজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পাওয়া গেছে। তাদের কাছে ভয়ানক অস্ত্র মজুদ আছে বলেও জানা গেছে। উপত্যকায় ফের সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধিতে উদ্বেগে কেন্দ্র সরকার।
আরও পড়ুন:দূষণ নিয়ে দিল্লিতে এখনই নিয়ম শিথিল নয়, জানাল সুপ্রিম কোর্ট
সোমবার গোপন সূত্রে খবর পেয়ে দাচিগাম জঙ্গলে জঙ্গি দমন অভিযান শুরু করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। তাঁদের লক্ষ্য করে দূর থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনা। মঙ্গলবার ভোরে সেই অভিযান আরও জোরদার করা হয়। দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। নিহত হয় এক জঙ্গি। বাকিদের খোঁজে চিরুণী তল্লাশি চালানো হচ্ছে।
উপত্যকায় জঙ্গি দমন অভিযানে অতি সক্রিয় সেনা। গত ২৩ নভেম্বর কুঞ্জের এলাকায় জঙ্গিদের গোপন ডেরার সন্ধান পায় বাহিনী। সেনা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সেখান থেকে প্রচুর স্বয়ংক্রিয় অস্ত্র, বিস্ফোরক সহ গোলা বারুদ উদ্ধার করেছে।
দেখুন অন্য খবর: