কলকাতা: ‘নীল রঙ ছিল ভীষণ প্রিয়…’ কেন বললাম? মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) ইনস্টাগ্রাম পোস্ট এই কথা বলছে। নীল গাউনে মিমি যেন নীল পরী। চলতি বছরে পুজোয় হল কাঁপাতে আসছে রক্তবীজ-২। মঙ্গলবারই ‘রক্তবীজ ২’ ছবির শুটিং শুরু করেছেন অভিনেত্রী। যেখানে ডাকাবুকো পুলিশ অফিসের ভূমিকায় দেখা যাবে মিমিকে। অভিনেত্রীর বসন্ত ভরা রঙিন মেজাজে ধরা দিয়েছেন। দোলের আগে রঙিন ফটোশুটে বসন্তের ছোঁয়া দিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অভীনেত্রীর পরনে নীল লং হাই থাই স্লিট গাউন। গাউনের ফাঁক থেকে উঁকি দিচ্ছে টলিসুন্দরীর উন্মুক্ত ঊরু। চোখে দুষ্ট ভাব। মিমির ফোটোশ্যুটে গ্রীষ্মে বসন্তের ছোঁয়া মিলল। অভিনেত্রীর ছবিতে মন উরু উরু অনুরাগীদের।
View this post on Instagram
আরও পড়ুন: প্যারিসে দীপিকার সৌন্দর্যে মুগ্ধ রণবীর
অন্য খবর দেখুন