নয়াদিল্লি: এক সময় ‘হাম দো হামারা দো’ স্লোগান নিয়ে বিতর্ক হয়েছিল ভারতে (India)। চীন (China) জনসংখ্যা নিয়ন্ত্রণে ‘এক সন্তান’ নীতি নিয়েছিল। পরে পথ পাল্টে ‘দুই সন্তান’ নীতিতে ফিরে আসে। কিন্তু তারপর ক্রমশ জনসংখ্যা বাড়তে থাকে। ভারতের জনসংখ্যা (+১.৪০৯, ১২৮,২৯৬) অনেকেই বলছেন চীনকে (+১৪০৭,৯২৯,৯২৯) ছাপিয়ে গিয়েছে। দেশে এখন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র জোট সরকার। বিজেপির মূল চালিকা শক্তি বলা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস)। সেই আরএসএসের প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) এবার পরিবার প্রতি তিন সন্তানের পক্ষে সওয়াল করলেন। যা নিয়ে তুমুল বিতর্ক দিয়েছে। কারণ বিজেপি (BJP) জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলে প্রচার করে।
একটি জাতীয়স্তরের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাগপুরে মোহন ভাগবত বলেছেন, জনসংখ্যা হ্রাস আটকাতে পরিবারগুলিতে কমপক্ষে তিনটি সন্তান থাকা উচিত। জনসংখ্যার হ্রাস উদ্বেগের বিষয়। আধুনিক জনসংখ্যা সংক্রান্ত গবেষণা অনুযায়ী, কোনও সম্প্রদায়ের জনসংখ্যার হার ২.১ এর নীচে নামলে সেই সমাজ বিলুপ্ত হতে পারে। নিজেই অদৃশ্য হয়ে যায়। এর ফলে অনেক ভাষা ও সমাজের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে। তাই আমাদের জনসংখ্যা অবশ্যই ২.১ এর নীচে নামবে না। জনসংখ্যা বিজ্ঞান অনুসারে আমাদের পরিবার প্রতি কমপক্ষে তিনজন শিশু দরকার।
আরও পড়ুন: নেপথ্য নায়ক থেকে ‘ক্যাপ্টেন’? সংবিধান হাতে দৃঢ় শপথ, ইন্দিরাই বলেছিলেন প্রিয়াঙ্কা উত্তরসূরি
এই বিষয়ে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেছেন, বিজেপির নেতারা প্রায়শই জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলেন। এখন আরএসএস প্রধান আরও সন্তানের পক্ষে কথা বলছেন। বিজেপি এবং আরএসএসকে প্রথমে নিজেদের এই দ্বন্দ্বের সমাধান করতে হবে। জেডিইউ ভাগবতের মন্তব্যের সমালোচনা করেছে। দলের মুখপাত্র অরবিন্দ নিশাদ জানিয়েছেন, এই ধরনের বিবৃতি দেওয়ার আগে আরএসএস প্রধানের উচিত বিজেপি নেতাদের সঙ্গে পরামর্শ করা। যাঁরা নিয়মিত জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেন।
দেখুন অন্য খবর: