ওয়েব ডেক্স: ইরান (Iran) ও গাজা (Gaza) যুদ্ধ বদলে দিয়েছে বিশ্ব রাজনীতির মোড়। যুদ্ধের কারণে এই মুহূর্তে ইরান ও রাশিয়ার (Russia) মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যে কারণে তেহরানকে এসইউ-৩৫ ফাইটার জেট (SU-35)দিল মস্কো। গত ডিসেম্বরে পাঠানো হয় প্রথম দুটি যুদ্ধবিমানের চালান। সূত্রের খবর, বাকিগুলি আসবে পর্যায়ক্রমে।
ইজেরায়েলের জন্ম লগ্ন থেকে টানা ৭৪ বছর তাকে মদত দিয়ে আসছে আমেরিকা। ওয়াশিংটনের তরফ থেকে ইজেরায়েলে রাজধানী তেল আবিবের কাছে মোতায়েন রয়েছে তাদের অন্যতম প্রশিক্ষিত সেনাবাহিনী ও নয়া প্রযুক্তির বেশ কিছু শক্তিধর অস্ত্র।
আরও পড়ুন: ইজরায়েলের হামলা এবার আন্তর্জাতিক মানচিত্রে? ক্ষোভে ফেটে পড়ল আরব দেশগুলি
অপরদিকে, ১৯৩৯ ইসলামিক বিপ্লবের পর থেকে পশ্চিমী দেশগুলির সঙ্গে ইরানের সম্পর্ক শূন্যের ঘরে। তাই পশ্চিমীদের সাহায্য ছাড়াই, নিজেদের শক্তিধর দেশ হিসেবে গড়ে তুলতে রিভার্স ইঞ্জিনিয়ারিং ও মধ্যপ্রাচ্য ও ইউরোপের কিছু দেশের থেকে উন্নত প্রযুক্তির যুদ্ধ সামগ্রী কিনছে খামেনির প্রশাসন। নয়া যুদ্ধবিমানের আপাতত ইরানের এফ-১৪ বাদের খাতায়। যদিও ইরাকের বিরুদ্ধে যুদ্ধে মিগ-২১ ও মিগ-২৫ দুটি যুদ্ধবিমানকে ভূপতিত করেছিল এফ-১৪। এই যুদ্ধ জয়ের কথা ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে।
এছাড়াও ইরানের হাতে রয়েছে সুখোই-৩৫: স্টেট অফ দা আর্ট ফাইটার এয়ারক্রাফ্ট। এসইউ-২৭ ভার্সনের নয়া সংস্করণ এটি। সিঙ্গেল সিটার এই যুদ্ধবিমান রয়েছে দুটি ইঞ্জিন। রাশিয়ার এই ফাইটার জেটে রযয়েছে নতুন কিছু প্রযুক্তি।
উল্লেখ্য, দুই দেশের সামরিক চুক্তিতে একাধিক বিধিনিষেধের জন্য ইরানের খাতে এই যুদ্ধবিমান জমা করতে পারেনি রাশিয়া। দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হওয়ায় এই মুহূর্তে এসইউ-৩৫ পকেটে পুড়ে আরও এক দফা শক্তিধর ইরান।
দেখুন আরও খবর: