skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollধেয়ে আসছে রেমাল, শিয়ালদহে বাতিল একাধিক ট্রেন
Cyclonic Storm Remal

ধেয়ে আসছে রেমাল, শিয়ালদহে বাতিল একাধিক ট্রেন

ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা নামখানা, ডায়মন্ডহারবার, হাসনাবাদ স্টেশনে

Follow Us :

কলকাতা: ঘূর্ণিঝড় রেমাল (Remal) ধেয়ে আসছে। তাই শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিল হল। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শিয়ালদহ (Sealdah) দক্ষিণ শাখায় ও বারাসত হাসনাবাদ শাখায় রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। রবিবার যেসব ট্রেন বাতিল হচ্ছে তার মধ্যে রয়েছে, লক্ষ্মীকান্তপুর নামখানা বিভাগ, শিয়ালদহ লক্ষ্মীকান্তপুর বিভাগ, শিয়ালদহ বজবজ বিভাগ, শিয়ালদহ ক্যানিং বিভাগ, শিয়ালদহ ডায়মন্ডহারবার বিভাগ। সোমবার যেসব ট্রেন বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে লক্ষ্মীকান্তপুর নামখানা বিভাগ, শিয়ালদহ লক্ষ্মীকান্তপুর বিভাগ, শিয়ালদহ ডায়মন্ডহারবার বিভাগ, শিয়ালদহ ক্যানিং বিভাগ, শিয়ালদহ সোনারপুর বিভাগ, শিয়ালদহ বজবজ বিভাগ, শিয়ালদহ বারুইপুর বিভাগ, শিয়ালদহ হাসনাবাদ শাখা। বেশ কিছু ট্রেনের সময়সূচিরও পরিবর্তন করা হয়েছে।

ইতিমধ্যে রেমাল মোকাবিলায় প্রস্তুত রেল। বিভিন্ন স্টেশনে হোর্ডিংগুলির অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। প্ল্যাটফর্মের ছাউনি খতিয়ে দেখা হচ্ছে। উপকূল সংলগ্ন স্টেশনগুলিতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা নামখানা, ডায়মন্ডহারবার, হাসনাবাদ স্টেশনে। উল্লেখ্য, রবিবার গভীর রাতে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্য দিয়ে স্থলভাগে ঢোকার কথা রেমালের।

আরও পড়ুন: নিজের দেশ সামলান, পাক নেতাকে কেজরির পাল্টা

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular