কলকাতা: আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে। এই আবহে রাজ্য পুলিশে রদবদল। বাড়তি দায়িত্ব পেলেন জাভেদ শামিম (IPS Javed Shamim)। আইপিএস জাভেদ শামিমকে গোয়েন্দা বিভাগ এবং এডিজি (নিরাপত্তা) পদের দায়িত্বের পাশাপাশি তাঁকে দুর্নীতিদমন শাখার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। অ্যান্টি কোরাপশপন ব্রাঞ্চে (Anti-Corruption Branch) অতিরিক্ত দায়িত্বে ছিলেন আইপিএস ড. আর রাজাশেখরন। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল জাভেদ শামিমকে। রাজ্যপালের এডিসি পদেও বদল করা হয়েছে। এবার এই দায়িত্ব পেলেন শান্তি দাস। তিনি ছিলেন রাজ্য মানবাধিকার কমিশনের অতিরিক্ত পুলিশ সুপার। এত দিন রাজ্যপালের এডিসি পদের দায়িত্ব সামলাতেন আইপিএস মণীশ জোশী। মণীশ জোশীকে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিধাননগর জোনের অতিরিক্ত ডেপুটি কমিশনার করা হল।
আরও পড়ুন: মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে শামিল সৌরভ
আরজি কর কাণ্ডে সমালোচনার মুখে পড়ছে পুলিশের ভূমিকা। কলকাতা হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখেও পড়েছে পুলিশ-প্রশাসন। সেই আবহেই এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। উল্লেখ্য, উল্লেখ্য, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির মামলা রুজু করেছে পুলিশ। এর আগে ২০২৩ সালে সন্দীপের বিরুদ্ধে আখতার আলি অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চে সেই অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ আসার পরও সেই সময় অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ কোনও মামলা রুজু করেনি। সেই এসিবি-তেই এবার দায়িত্ব পেলেন জাভেদ শামিম।
অন্য খবর দেখুন