কলকাতা: গার্ল গ্যাংয়ের সঙ্গে ট্রিপে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। কিছুদিন আগেই দেবের সঙ্গে ঘুরে এসেছেন মিশর। বিদেশ থেকে দেশে ফিরে আবারও স্কুলের বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়ে পড়লেন অভিনেত্রী। ট্রিপে সেই ছবি শেয়ার করতেই ট্রোলড হলেন নায়িকা। জনপ্রিয়তা পেয়েও নিজের শিকড়ের সঙ্গে সব সময় জুড়ে থাকেন রুক্মিনী। স্কুলের বন্ধু, পরিবার এখনও তাঁর জীবনের অনেকটা অংশ জুড়ে রয়েছেন। সদ্য মুক্তি পেয়েছে নায়িকার পুজোর ছবির টেক্কার ট্রেলার। যেখানে নায়িকার লুক দর্শককে তাক লাগিয়েছে। ছবির কাজের ব্যস্ততার মধ্যেও ছোটবেলার বন্ধুদের সঙ্গে গার্লস ট্রিপ করে ফেলেছেন নায়িকা।
আরও পড়ুন: নতুন গানে আগুন ঝরালেন তৃপ্তি
সম্প্রতি বন্ধুদের সঙ্গে গোয়া ঘুরতে গিয়েছেন নায়িকা। অন্তত তাঁদের ছবি দেখে সকলে এমনটাই আন্দাজ করেছেন। ছবিতে ৮ বছর আগেও এই একই গ্রুপ গিয়েছিলেন গোয়াতে। রুক্মিণীকে দেখা গিয়েছে কখনও সমদ্রপাড়ে আবার কখনও বা আখের রস খাচ্ছেন আবার কখনও বা কফিতে চুমুক দিচ্ছেন। সেই গার্লস ট্রিপের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ট্রোলের মুখে পড়তে হল অভিনেত্রীকে। রুক্মিণীকে ট্রোল করা হয় ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে।
অন্য খবর দেখুন