ওয়েব ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ডায়মন্ড হারবারে শুরু হয়েছে সেবাশ্রয়। আর এই স্বাস্থ্য পরিষেবা কর্মসূচিতে যোগদান করে সুস্থ হয়েছেন বহু মানুষ। তবে এবার তারা গড়ে তুলল মাইলফলক।
২০২৫ সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। আর আজকের তারিখে চলছে মার্চ মাসের মাঝামাঝি। খুব জোর দুই মাস। তারই মধ্যেই ১০ লক্ষ মানুষকে চিকিৎসা প্রদান করা হয়েছে সেবাশ্রয় স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে। আর সেই সুবাদেই সেবাশ্রয়ের তরফ থেকে শুরু করা হয়েছে মেগা ক্যাম্প। আজ থেকে শুরু হয়েছে সেই ক্যাম্প, চলবে টানা চার দিন।
আরও পড়ুন: সোমবার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত
উল্লেখ্য সেবাশ্রয়ে পরিষেবা কর্মসূচি থেকে অনেকেই বিভিন্ন দুর্লভ্য অস্ত্রপচারে সুস্থ হয়েছেন। ইতিমধ্যেই এই ৪ দিনের মহা ক্যাম্পে ৩৫০০০ মানুষ রেজিস্ট্রেশন করেছেন।
দেখুন অন্য খবর