Thursday, July 3, 2025
HomeScrollমুর্শিদাবাদের কিছু এলাকায় ১৪৪ ধারা, জারি থাকবে মঙ্গলবার পর্যন্ত
Loksabha Vote 2024

মুর্শিদাবাদের কিছু এলাকায় ১৪৪ ধারা, জারি থাকবে মঙ্গলবার পর্যন্ত

শক্তিপুরে অধীরকে ঘিরে গো ব্যাক স্লোগান, কংগ্রেস নেতাকে ঢুকতে দিল না প্রশাসন

Follow Us :

বহরমপুর: মুর্শিদাবাদ (Murshidabad) জেলার কয়েকটি জায়গায় সোমবার থেকে ১৪৪ ধারা জারি করল প্রশাসন (Administration)। বেলডাঙা, শক্তিপুর, রেজিনগর এবং বহরমপুর থানা এলাকায় ১৬ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই নির্দেশ চালু থাকবে বলে প্রশাসন জানিয়েছে। আশঙ্কা, ওই সব থানা এলাকায় গোলমাল হতে পারে। তার জন্যই এই সিদ্ধান্ত। ১৭ এপ্রিল রামনবমীর মিছিল ঘিরে ওই সব এলাকায় উত্তেজনা দেখা দিতে পারে বলে প্রশাসন মনে করছে।

এদিকে এদিন শক্তিপুরের বাসাবাড়িতে ফের তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বহরমপুরের প্রার্থী অধীর চৌধুরী। তাঁকে লক্ষ্য করে গো ব্যাক, বিজেপির দালাল অধীর চৌধুরী দূর হটো ইত্যাদি স্লোগান দেওয়া হয়। ১৪৪ ধারা জারি থাকায় পুলিশ কোনও রাজনৈতিক দলকে মিছিল, মিটিং, জমায়েত করতে দিচ্ছে না। অধীর এদিন কামনগর এবং সাটুই চৌরিগাছায় ঢুকতে গেলে পুলিশ তাঁকে ঘুরিয়ে দেয়।

আরও পড়ুন: দেশজুড়ে সাড়ে ৪ হাজার কোটি টাকার বেশি বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন

বিরোধীরা অবশ্য ১৪৪ ধারা জারি নিয়ে প্রশ্ন তুলেছে। ৭ এবং ১৩ মে মুর্শিদাবাদ জেলার তিন কেন্দ্রে ভোট। এখন জোরকদমে প্রচার চলছে। কেন ১৪৪ ধারা এখন জারি করা হল, তা জানতে চেয়ে জেলা প্রশাসনকে চিঠি দিচ্ছে কংগ্রেস। তিনদিন আগে প্রচারে নেমে অধীর এক তৃণমূল কর্মীকে চড় মারেন বলে অভিযোগ। অধীর বলেন, তৃণমূলের কিছু চুল্লুখোর গালাগাল করছিল বলে প্রতিবাদ করেছি। কাউকে চড় মারিনি। ওই ঘটনার প্রতিবাদে তৃণমূল জেলা জুড়ে আন্দোলনে নেমেছে। ঘটনার দিনই জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে তৃণমূল বিক্ষোভ দেখায়। সেখান থেকে শাসকদলের নেতারা অধীরকে রীতিমতো হুমকি দেন। বিষয়টি নিয়ে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় সরব হয়।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39