কলকাতা: দেশের লোকসভা নির্বাচনের (Loksabha Vote) ইতিহাসে এবার এখনও পর্যন্ত সবচেয়ে বেশি টাকা বাজেয়াপ্ত (Seized) করেছে নির্বাচন কমিশন (National Election Commission)। ১ মার্চ থেকে প্রত্যেকদিন গড়ে ১০০ কোটি টাকা দেশজুড়ে বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন শুরুর আগেই এখনও পর্যন্ত মোট ৪৬৫০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে ৪৫ শতাংশ মাদক ও নারকোটিক্স অর্থ মূল্য। ২০১৯ লোকসভা নির্বাচনে যে সংখ্যাটা ছিল ৩৪৭৫ কোটি টাকা।
জাতীয় নির্বাচন কমিশন এ ব্যাপারে অত্যন্ত কঠোর পদক্ষেপ করবার ইঙ্গিত দিয়েছিল। ভোট ঘোষণার দিনই এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে দিয়েছিল। এজন্য এবার দেশজুড়ে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। নেতাদের বাড়ি, গাড়িও বাদ যায়নি। তবে বিরোধীদের অভিযোগ, বেছে বেছে বিরোধী দলের নেতাদের গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। বিজেপি নেতাদের গাড়িতে তল্লাশি হচ্ছে না। রাহুল গান্ধী, অভিযেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে তল্লাশি তারই প্রমাণ।
আরও পড়ুন: রাজ্যে ভোটের পরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে, জানিয়ে দিল কমিশন
কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী দিনেও এই তল্লাশি জারি থাকবে। ভোটে যাতে বেআইনি টাকা ব্যবহার কেউ না করতে পারে সেজন্য এই পদক্ষেপ।
আরও খবর দেখুন