skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollগঙ্গার নীচে মেট্রো, ১ মাসে ১ কোটি আয়
Kolkata Metro Rail

গঙ্গার নীচে মেট্রো, ১ মাসে ১ কোটি আয়

Follow Us :

কলকাতা: গঙ্গার নীচে মেট্রো যাত্রী সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লক্ষের উপরে। সোমবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এ বিষয়ে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত গ্রিন লাইন অর্থাৎ গঙ্গার নীচের মেট্রোতে ১২ লক্ষ ১৪ হাজার যাত্রী ভ্রমণ করেছেন। এর ফলে মেট্রোর আয় দাঁড়িয়েছে ১ কোটি ৭৫ লক্ষ টাকা।

একইসঙ্গে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাত্রী সংখ্যা দাঁড়িয়েছে দেড় কোটির উপর। এর ফলে ওই একই সময় ব্লু লাইনে আয় বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ১০ লক্ষ টাকা। মেট্রো রেল কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, গ্রিন লাইন চালু হওয়ার পর থেকে ব্লু লাইনে নিত্যযাত্রীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজারের উপরে। এক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার যাত্রীরা সময় বাঁচাতে গ্রিন লাইনের মেট্রো ব্যবহার করেছেন। বেশিরভাগ ক্ষেত্রে এসপ্ল্যানেড এবং কবি সুভাষের থেকে এক টিকিট পৌঁছে গিয়েছে হাওড়া স্টেশন। যার জন্য এই যাত্রী সংখ্যা বিপুলভাবে বেড়েছে বলে মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ডিআইজি বদলি, হিংসা হলে কমিশনকে ধরব, মন্তব্য মুখ্যমন্ত্রীর

RELATED ARTICLES

Most Popular