কলকাতা: কয়েক সপ্তাহের ফিসফিস এবং অনুমানের পরে, অবশেষে বাইরে এল সত্যি। ‘খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর জন্য শ্যুট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মাঠে ঝড় তোলা পর ক্যামেরার সমানেও ঝড় তুললেন প্রিন্স অফ ক্যালকাটা। শ্যুটের প্রোমো সৌরভ নিজেই শেয়ার করেছেন। নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজ “খাকি (Sourav Gangulys Promo Shoot Khakee): দ্য বেঙ্গল চ্যাপ্টার” নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। টলিউডের দুই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ এই প্রথম একসঙ্গে অভিনয় করেছেন নীরজ পাণ্ডের নতুন ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ (Khakee The Bengal Chapter)-এ। এর মধ্যেই সৌরভ একেবারে খাকি পোশাক পরে শ্যুটিং করেছেন। যে ছবি দেখে চমকে উঠছেন সকলে। তাঁর পুলিশের পোশাকের ছবি ভাইরাল হতেই অনেকেই প্রশ্ন তুলেছেন—তবে কি সৌরভ সত্যিই অভিনয়ে পা রাখছেন?
প্রাক্তন ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন সৌরভকে এবার পুলিশের ইউনিফর্মে দেখা গেল। খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’ এর প্রোমোতে ‘ঝড় তুলতে’ দেখা যাচ্ছে প্রিন্স অফ ক্যালকাটকে। সেই প্রোমো নিজেই শ্যুট করেছেন। দেখা যাচ্ছে, খাকির কাস্টিং চলছে। হঠাৎই পুলিশের পোশাক পরে সেখানে হাজির হন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবিতে তাঁকে দেখা গেছে অ্যাভিয়েটর সানগ্লাস, পুলিশি টুপি ও সুগঠিত চেহারায় একজন নিখুঁত পুলিশ অফিসারের ভূমিকায়। সৌরভের মুখে ডায়লগ, ‘বাংলাকে নিয়ে শো বানাচ্ছ, আর দাদাকে ডাকলেন না! ’এরপর সৌরভকে তাঁর রোল বোঝাতে থাকেন পরিচালক। দৃশ্য, সেই ফেমাস চেজিং সিন। যেখানে পুলিশ পেটাবে অপরাধীকে। লাঠি পেতেই নানা শটের নাম নিতে থাকেন!
আরও পড়ুন: প্রাক্তন বলবেন না, আমি এখনও এ আর রহমানের স্ত্রী
The Bengal Tiger meets The Bengal Chapter ?
Watch Khakee: The Bengal Chapter, out 20 March, only on Netflix.#KhakeeTheBengalChapterOnNetflix
Posted by Sourav Ganguly on Sunday, March 16, 2025
সৌরভকে নিয়ে এই প্রোমো শ্যুট হওয়ার পর, মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায়। অনেকেই দাদার লুক- তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। কেউ আবার ট্রোলও করলেন। তিনি এই সিরিজে অভিনয় করছেন না, বরং এটির প্রচারমূলক ভিডিওর জন্য শুটিং করেছেন। আগামী ২০ মার্চ মুক্তি পেতে চলা এই সিরিজটি নিয়ে আলোচনা এখন তুঙ্গে। “খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার” সিরিজের একটি প্রোমোশনাল ভিডিওর জন্য। শুধু সৌরভ নয়, এই প্রোমোতে সৌরভের সঙ্গে দেখা গেছে পরিচালক অয়ন সেনগুপ্ত ও অভিনেতা দেবাশিস রায়কেও।
অন্য খবর দেখুন