নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট (Supreme Court) মঙ্গলবার উইকিপিডিয়াকে (Wikipedia) তার প্ল্যাটফর্ম থেকে আরজি কর (RGKar Hospital) কাণ্ডে নির্যাতিতার নাম মুছে ফেলার নির্দেশ দিয়েছে। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি করার সময় এই নির্দেশ। তদন্ত চলাকালীন উইকিপিডিয়া নামটি রেখে দিয়েছে এবং নির্যাতিতাকে চিত্রিত করে একটি শৈল্পিক গ্রাফিক তৈরি করেছে বলে আদালতকে জানানোর পরে এই নির্দেশ আসে।
সলিসিটর জেনারেল তুষার মেহতা সিবিআইয়ের প্রতিনিধিত্ব করে বিভিন্ন প্ল্যাটফর্মে কীভাবে চিত্রিত করা হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। চলমান তদন্তের বিষয়ে সিবিআই সুপ্রিম কোর্টে একটি নতুন স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এর স্ট্যাটাস রিপোর্টে মন্তব্য করেছেন যে চলমান তদন্তের বিশদ প্রকাশ করা “তদন্তের লাইনকে বিপদে ফেলতে পারে।” তিনি আশ্বস্ত করেছেন যে তদন্তের লক্ষ্য “পরম সত্য উদঘাটন করা” এবং বর্তমান গ্রেফতারের বাইরে আরও তথ্য প্রকাশ হতে পারে।
আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের দাবি মেনে পুলিশ কমিশনার বদলের সিদ্ধান্ত: মমতা
আরও খবর দেখুন