হায়দরাবাদ: ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেফতার হয়েছিলেন তেলুগু সুপারস্টার অল্লু অর্জুন। ঘটনার পর দিন, শনিবার সকালেই হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিন পেয়ে জেল থেকে মুক্তি পান তিনি। তবে শুক্রবার রাতটা তাঁকে জেলে কাটাতে হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর নিজের বাড়ি ফেরার আগে সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চান অভিনেতা। জুবিলি হিলসের বাড়ির বাইরে দাঁড়িয়ে অল্লু অর্জুন বলেন, “আমি ভাল আছি। চিন্তার কোনও কারণ নেই। সকলকে ধন্যবাদ। আমি একজন আইন-মান্য নাগরিক। আইনকে সম্মান করি এবং আইনি প্রক্রিয়ার সঙ্গে পূর্ণ সহযোগিতা করব। যা করার প্রয়োজন, আমি করব।” গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় হায়দরাবাদের এক প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’ দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। সেই ঘটনা প্রসঙ্গে দুঃখপ্রকাশ করে অল্লু বলেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি দুর্ঘটনা। আমি মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। তাঁদের পাশে থাকতে আমি সব রকম সহযোগিতা করব। যদিও প্রাণহানির ক্ষতিপূরণ সম্ভব নয়, তবুও যা করা যায়, আমি তা করার চেষ্টা করব।”
আরও পড়ুন: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারে মোদি নীরব কেন? প্রশ্ন উদ্ধবের
শুক্রবার সকালে তাঁকে বাড়ি থেকে নিয়ে যায় পুলিশ। তখনও তিনি শান্ত ছিলেন। স্ত্রীকে জড়িয়ে ধরে এবং ভক্তদের উদ্দেশে হাত নেড়ে বাড়ি থেকে বের হন। শনিবার সকালে জেল থেকে মুক্তি পাওয়ার পরও তাঁর সেই শান্ত ও হাস্যোজ্জ্বল মেজাজ অক্ষুণ্ণ ছিল। গ্রেফতারের পর নিম্ন আদালতে হাজির করা হলে অল্লুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তবে তেলঙ্গানা হাই কোর্টের নির্দেশে শুক্রবারই ৫০ হাজার টাকার বন্ডে তাঁকে চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হতে দেরি হওয়ায় শুক্রবার রাতে তাঁকে জেলে থাকতে হয়। শনিবার সকালে বাবা ও শ্বশুরের সঙ্গে তিনি বাড়ি ফিরে যান।
দেখুন আরও খবর: