মার্চ মাসটি বহু জাতক জাতিকার জীবনে একটি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। শনিদেব আর রাহুর প্রভাব পড়বে বহু রাশির জীবনে। এই সময় মীন রাশিতে সঞ্চরণ করছেন রাহু। আর আসন্ন ২৯ মার্চ এই মীন রাশিতে শনিদেবও প্রবেশ করবেন। দুই গ্রহের যুতিতে (Conjunction Of Saturn and Rahu) বহু রাশির সৌভাগ্য বৃদ্ধি।
বৃষ
শনি আর রাহুর সংযোগে আপনাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি। কর্মক্ষেত্রে উন্নতি, শান্তির পরিবেশ পাবেন। আয় উল্লেখজনক ভাবে বৃদ্ধি পাবে। ব্যবসা বৃদ্ধি পাবে। চারদিক দিয়ে বিভিন্ন সুযোগ আসবে। সকলের সহযোগিতা পাবেন। দীর্ঘ দিন ধরে কাউকে ঋণ দিলে, তা এবার ফেরত পাবেন। সামাজিক প্রতিষ্ঠা বাড়বে। মান সম্মান বৃদ্ধি পাবে। সব দিক দিয়ে ভালো সময়।
আরও পড়ুন: বুধাদিত্য রাজযোগ, সুখের সঞ্চার এই রাশির জাতকদের জীবনে
মিথুন
রাহু আর শনিগ্রহের সংযোগ আমাদের জীবনের শুভ ফল দেবে। এই যুতি আপনার রাশিতে কর্মভাবে তৈরি হয়। কর্মজগত প্রসারিত হবে, বিভিন্ন দিক দিয়ে সুযোগ আসবে। পদোন্নতি থেকে বেতন বৃদ্ধি একাধিক যোগ তৈরি হবে। শিক্ষা আর কেরিয়ারের দিক থেকে উন্নতির দুয়ার খুলে যাবে। বাড়বে আত্মবিশ্বাস। ব্যবসায়ীরাও লাভের মুখ দেখবেন। ব্যবসায় বৃদ্ধির যোগ। সময় ভালো যাবে।
কর্কট
শনি আর রাহুর যুতি আপনাদের জীবনে সুখের সঞ্চার করবে। এই যুতি আপনার গোচর কুণ্ডলীতে ভাগ্যস্থানে তৈরি হবে। সব কাজে ভাগ্যের সহযোগিতা পেতে পারেন। দেশ বিদেশে ভ্রমণের সুযোগ আসবে। নিজের ব্যবসা বাড়ানোর পরিকল্পনা থাকলে, যোগ তৈরি হবে। নতুন কারোর সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। সামাজিক সম্পর্কে উন্নতি। সময় ভালো যাবে। পরিবেশের মধ্যে একটি পজিটিভ ভাব থাকবে, সেটি নিজে অনুভব করতে পারবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।