তমলুক: লোকসভা ভোটে (Loksabha Vote) হারের পরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) দেখা যায় রাজ্যজুড়ে পুরনো কর্মীদের সঙ্গে বৈঠক করতে। স্বতঃপ্রণোদিত হয়েই তিনি এই বৈঠক করেন। এবার একই কাজ করতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Mazumdar)। লোকসভা ভোটের সময় বেশ কয়েকজন পুরনো বিজেপি কর্মী, জেলা নেতৃত্ব সক্রিয় ছিলেন না। দলীয় প্রার্থীর হয়ে প্রচারে দেখা যায়নি তাদের। আজ, রবিবার তাঁদের নিয়ে কোলাঘাটে বৈঠকে বসলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির জেলার প্রাক্তন সভাপতি নবারুণ নায়েক, তপন বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে লোকসভা ভোটে সক্রিয়ভাবে দেখা যায়নি। তাঁদের নিয়ে কোলাঘাটের একটি গেস্ট হাউসে বৈঠক করলেন রাজ্য সভাপতি।
সুকান্ত মজুমদার বলেন, নতুন পুরনো সবার সঙ্গে দেখা করছি, বৈঠক করছি। তবে পুরো ঘটনাটিকে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, বিজেপির আদি এবং নব্য গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়েছে। অপরদিকে বিজেপির জেলা সভাপতি তাপসী মন্ডল বলেন, সুকান্ত মজুমদার তাঁর কর্মসূচি সেরে ফেরার সময় ওই হোটেলে খাবার খেতে গিয়েছিলেন। কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না।
আরও পড়ুন: হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, বিক্ষোভ
আরও খবর দেখুন