পশ্চিম বর্ধমান: ঝাড়খণ্ডের ছাড়া (Jharkhand) জলে প্লাবিত (Flood) পশ্চিমবঙ্গের বহু এলাকা। সেখান থেকে জল ছাড়ায় এ রাজ্যের বিভিন্ন নদীতে জলস্তর বাড়তে থাকে। গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির জেরে প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডে জল ছাড়ায় অজয় নদে জলের স্তর বাড়তে থাকে। শনিবার বিকালে কাঁকসার শিবপুর থেকে বীরভূম যাওয়ার অস্থায়ী বালি মাটির তৈরি সেতু জলের তোড়ে ভেসে যায়। সেতুটি ভেসে যাওয়ার কারণে পশ্চিম বর্ধমান থেকে বীরভূম যাওয়ার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।যদিও প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই ওই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। এদিন জলের তোড়ে ভেসে যায় সেতু। এর ফলে দুই জেলার মধ্যে আপাতত ওই রাস্তা দিয়ে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতি বছর ওই সেতু জলের তোড়ে ভেসে যায়। এর ফলে দুই জেলার মধ্যে যাতায়াত প্রায় এক মাস বন্ধ থাকে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে স্থায়ী সেতু তৈরির কাজ গত কয়েক বছর আগে শুরু করেছিলেন। সেই সেতুর কাজ প্রায় শেষ। আগামী কয়েক মাস পর থেকে সেই সেতুতে যান চলাচল শুরু হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য্য।
আরও পড়ুন: ডিভিসির ছাড়া জলে প্লাবিত আমতা, কালনার একাধিক এলাকা
আরও খবর দেখুন