নয়াদিল্লি: শীত আসতে এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে তার আগে ফের ধোঁয়াশায় ঢাকল রাজধানী (Delhi Smog Situation) । বুধবারের পর বৃহস্পতিবারও একধাক্কায় অনেকটা নেমে গিয়েছে দিল্লির বাতাসের গুণমান। রাজধানীর বাতাস ‘অত্যন্ত ক্ষতিকর’। বুধবার শহরে বাতাসের গুণগত মান ছিল ৩৭০। বৃহস্পতিবার সকালে এই গুণমান আরও খারাপ হয়ে ৪৩২ হয়েছে। আগের তুলনায় কমেছে দৃশ্যমানতাও। বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর (Delhi Pollution)। কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় রেলপথেও সমস্যা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে লোকোপাইলটদের স্পিড মেনটেন করে চলতে বলা হয়েছে। রাজধানীতে বিমান পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিমান সংস্থা ইন্ডিদোর তরফে জানানো হয়েছে, কুয়াশার জেরে দৃশ্যমানতা কম রয়েছে, তাই কিছু উড়ান দেরিতে ছাড়তে পারে।
আরও পড়ুন: রাজধানীর বাতাসে বিষ, ধোঁয়াশায় ঢাকল চারিদিক, ব্যহত ট্রেন-রেল পরিষেবা
দিল্লি সহ উত্তর ভারতের একাধিক জায়গা যেন ‘গ্যাস চেম্বার’-এ পরিণত হয়েছে। বাড়ির থেকে বাইরে বের হলে চোখ জ্বলছে, শ্বাসকষ্ট। শ্বাস নিলেই বুকে ভরে যাচ্ছে বিষাক্ত বায়ু। দিল্লি ও তাঁর সংলগ্ন রাজ্যগুলিতে পরিস্থিতি ভয়াবহ। বৃহস্পতিবার ভোর ৬টায় খোদ দিল্লিতেই AQI লেভেল ৪৩২। গোটা রাজধানী ও সংলগ্ন অঞ্চল ধোঁয়ার চাদরে ঢেকেছে। আনন্দ বিহার, দ্বারকা, আরকে পুরম, জাহাঙ্গীরপুরী ইত্যাদি এলাকার বাতাসের গুণমান। বৃহস্পতিবার সকালে এই প্রতিটি জায়গায় বাতাসের গুণগত মান ৪৫০ ছাড়িয়েছে, যা ‘খুব খারাপ’ পর্যায়ে পড়ে। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার পরিস্থিতি খানিক উন্নতি হতে পারে, কারণ হাওয়ার গতি বাড়বে। হাওয়ার গতি বাড়লে ধোঁয়া সরবে। রাজধানীর পারদপতনও শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২। যা এই মরসুমের শীতলতম দিন।
অন্য খবর দেখুন