কলকাতা: আগে শ্রীলঙ্কা (Srilanka) যাওয়ার চল অনেকটাই কম ছিল ভারতীয়দের মধ্যে। তবে বিগত বেশ কিছু বছর ধরে শ্রীলঙ্কা ভ্রমণের প্রবণতা বাড়ছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই প্রতিবেশী দেশ। শ্রীলঙ্কায় এমন কিছু জায়গা আছে, সেখানে গেলে মনে হবে যে বাংলার কোনও গ্রামে এসে পড়েছেন। শ্রীলঙ্কার চারদিক ভারত মহাসাগরে ঘেরা। এই দেশ জুড়ে রয়েছে প্রচুর পর্বত। এদিকে, প্রায় ২ হাজার বছরের প্রাচীন সভ্যতার অধিকারী শ্রীলঙ্কাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো।
এখন প্রচুর ভারতীয় এই দেশে ঘুরতে যান। বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই দেশটি পর্যটকদের কাছে। এখানেও ঘুরতে গেলে কম করে পকেটে ২৫ থেকে ২৭ হাজার টাকার মতো লাগে। শ্রীলঙ্কার সঙ্গে দক্ষিণ ভারতীয় সংস্কৃতির দারুণ মিল রয়েছে। অনেকেই জানেন নিশ্চই, সেই দেশেও তামিল ভাষা চলে। এছাড়াও কিন্তু ইংলিশ হিন্দিতেও কথা বলা হয় সেই দেশে।
আরও পড়ুন: অনুষ্কা-আথিয়া’কে নিয়ে বিতর্কিত মন্তব্য ‘হরভজনে’র
তবে অনেই হয় তো জানেন না, ফ্লাইট, হোটেল, ভ্রমণের ব্যবস্থা করতে হলেও, ভিসার চিন্তা নেই শ্রীলঙ্কায়। কারণ, শ্রীলঙ্কার যেতে গেলে বিদেশি পর্যটকদের এবার থেকে আর ভিসা জোগাড় ক রতে হবে না। ভারতীয়দের জন্য এখানে ভিসা ফ্রি এন্ট্রি দেওয়া হয়েছে।
শ্রীলঙ্কা যাওয়ার সেরা সময়:
বছরের যে কোনও সময়েই এই দেশে বেড়াতে যেতে পারেন। যদিও ডিসেম্বর থেকে এপ্রিলকে শ্রীলঙ্কা ভ্রমণের সেরা সময় হিসেবে বিবেচনা করা হয়। কেউ যদি পশ্চিম এবং দক্ষিণ উপকূলে যেতে চান এবং পাহাড়ের কোলে কিছু সময় কাটাতে চান, তাহলে সবচেয়ে ভালো সময় হল ডিসেম্বর থেকে মার্চ। এপ্রিল থেকে মে থেকে সেপ্টেম্বর হল পূর্ব উপকূল দেখার সেরা সময়। নিজের সুবিধা অনুযায়ী শ্রীলঙ্কা ভ্রমণের পরিকল্পনা করতেই পারেন।
কীভাবে যাবেন?
শ্রীলঙ্কা যাওয়ার বিমান পাবেন প্রতি রবিবার কলকাতা থেকে। দিল্লি থেকেও সরাসরি শ্রীলঙ্কা যাওয়ার ফ্লাইট পাবেন। দূরত্ব প্রায় ৩ হাজার ৫৮০ কিলোমিটার। আবার চেন্নাই থেকে জাহাজে করেও শ্রীলঙ্কা যাওয়ার ব্যবস্থা রয়েছে।
অন্য খবর দেখুন: