skip to content
Saturday, March 22, 2025
HomeScrollবাণিজ্য সম্মেলনের মঞ্চেও কেন্দ্রের বিরুদ্ধে তোপ মমতার

বাণিজ্য সম্মেলনের মঞ্চেও কেন্দ্রের বিরুদ্ধে তোপ মমতার

আমি অশান্তি চাই না, সুর অনেক নরম মুখ্যমন্ত্রীর

Follow Us :

কলকাতা: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Business Summit 2023) মঞ্চ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুললেন। মঙ্গলবার মমতা একশো দিনের কাজের টাকা না দেওয়ায় কেন্দ্র্রের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে। বিভিন্ন খাতে রাজ্যের প্রাপ্য জিএসটি দিচ্ছে না কেন্দ্রীয় সরকার।

একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কথা বললেও মুখ্যমন্ত্রীর সুর ছিল অনেক নরম। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের নামও উল্লেখ করেননি। মুখ্যমন্ত্রী হাত জোড় করে বলেন, আমি অশান্তি চাই না, ভেদাভেদ চাই না। আমি শান্তি চাই। তবু বলতে বাধ্য হচ্ছি, আমরা টাকা পাচ্ছি না।

একশো দিনের কাজ, কেন্দ্রীয় আবাস যোজনা কিংবা সড়ক যোজনার বকেয়া টাকা আদায়ের দাবিতে তৃণমূল দীর্ঘদিন ধরেই সরব। ওই দাবিতে শাসকদল দিল্লিতে ধরনাও দিয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে তৃণমূল নেতারা দেখা করতে চেয়েছিলেন ওই ধরনা চলাকালীন। কিন্তু তৃণমূলের অভিযোগ, মন্ত্রী তাঁদের বসিয়ে রেখে দেখা না করেই মন্ত্রকের পিছনের দরজা দিয়ে পালিয়ে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতা-মন্ত্রী রাত পর্যন্ত মন্ত্রীর ঘরের সামনে বসে বিক্ষোভ দেখান। পরে দিল্লি পুলিশ তাঁদের তুলে দেয়।

আরও পড়ুন: এমএসএইতে ১ কোটি ৩০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ রাজ্যে, দাবি মমতার

সেখান থেকে অভিষেক ঘোষণা করেন, কলকাতায় ফিরে তাঁরা রাজভবনের সামনে ধরনা দেবেন। কারণ, রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি। ৫ অক্টোবর থেকে তৃণমূল রাজভবনের সামনে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও মঞ্চ খাঁটিয়ে অবস্থান চালায়। রাজ্যপাল সি ভি আনন্দ বোস সেই সময় দার্জিলিংয়ে ছিলেন। তিনি সেখানেই তৃণমূলে নেতাদের সঙ্গে কথা বলেন। কলকাতায় ফিরে অবশ্য বোস অভিষেকদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের দাবি কেন্দ্রের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। দিল্লি গিয়ে রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন। পরে এক্স হ্যান্ডলে সে কথা তিনি জানিয়েও দেন। তার জন্য অভিষেক তাঁকে কৃতজ্ঞতা জানান।

ধরনা মঞ্চ থেকে অভিষেক জানান, ৩১ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হল। এর মধ্যে প্রাপ্য টাকা না পেলে ১ নভেম্বর থেকে লাগাতার আন্দোলন হবে। তাতে মমতাও শামিল হবেন। কিন্তু বিশ্বকাপ ক্রিকেট খেলার জন্য মমতার নির্দেশে সেই কর্মসূচি বাতিল হয়। মমতা জানান, ২৩ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে তিনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। সেই কর্মসূচি আদৌ হবে কি না, তা অবশ্য মঙ্গলবার পর্যন্ত স্পষ্ট হয়নি।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Dilip Ghosh | ঘরে ঢুকে মুখ ফা*টিয়ে দেব, দিলীপের পাল্টা অপরূপা, দেখুন এই ভিডিও
00:00
Video thumbnail
Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর বাণিজ্য সফর, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
IPL | Eden Gardens | ইডেন ম‍্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে? রাত ক’টা পর্যন্ত খেলা চালানো সম্ভব?
00:00
Video thumbnail
Weather Update | ধেয়ে আসছে ঝড় প্রবল বৃষ্টি, কোন কোন জেলায়?
00:00
Video thumbnail
Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর বাণিজ্য সফর, দেখুন সরাসরি
01:31:46
Video thumbnail
Weather Update | শুরু হবে বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়-বৃষ্টি, কোন জেলায় কী হবে? দেখুন বড় আপডেট
02:51:08
Video thumbnail
IPL 2025 | ইডেনে আইপিএলের মেগা সেলিব্রেশন ‘পাঠান’ সিনেমার ডায়লগ লিখে সোশ‍্যাল পোস্ট শাহরুখের
04:55:23
Video thumbnail
IPL | Eden Gardens | ইডেন ম‍্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে? রাত ক’টা পর্যন্ত খেলা চালানো সম্ভব?
07:34:14
Video thumbnail
Weather Update | ধেয়ে আসছে ঝড় প্রবল বৃষ্টি, কোন কোন জেলায়?
08:48:42
Video thumbnail
Sheikh Hasina | এই প্রথম সরাসরি বক্তব্য রাখছেন শেখ হাসিনা, দেখুন Live
11:51:38