কলকাতা: চলতি বছরেরই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে একের পর এক স্পাই থ্রিলার (Upcoming Spy Action Series)। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মগুলিতে স্পাই সিরিজ ট্রেন্ডে রয়েছে। স্পাই থ্রিলার ঘরানার সিরিজ মানুষের মন জয় করছে। হানি বানি , দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে দর্শকরা। সেই সঙ্গে মুক্তি পেতে চলেছে আরও কিছু সাসপেন্স ও অ্যাকশন থ্রিলার। জনপ্রিয় আমেরিকান সিরিজ সিটাডেলে ভারতীয় স্পিন-অফের জন্য প্রস্তুত হতে হচ্ছে। ‘সিটাডেল: হানি বানি’ শিরোনাম, সামান্থা রুথ প্রভু এবং বরুণ ধাওয়ানে অভিনয় দর্শকদের আকর্ষণ করবে। গোটা সিরিজটিতে রয়েছে দুর্দান্ত অ্যাকশন, সাসপেন্স এবং রোমাঞ্চকর গল্প। চলতি বছরের ৭ নভেম্বর এর স্ট্রিমিং হতে চলেছে।
আরও পড়ুন: রণবীরের ‘রামায়ণ’, কবে আসছে সিনেমা হলে?
‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের সিজন ৩-এর অপেক্ষায় দিন গুনছেন বহু দর্শক। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে আবারও চেনা অবতারে ফিরছেন মনোজ বাজপেয়ী। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে। জন লি ক্যারের লেখা উপন্যাস অবলম্বনে তৈরি ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজ়ের চিত্রনাট্য। এবার তারই তৃতীয় পর্ব আসতে চলে। ‘ফরজি’র দ্বিতীয় পর্ব আসতে চলেছে খুব শীঘ্রই। মুক্তির তারিখ এখনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
অন্য খবর দেখুন