ঢাকা: বাংলাদেশের (Bangladesh) উত্তপ্ত বাতাবরণের আঁচ পড়েছে ত্রিপুরায় (Tripura)। আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনের (Bangladesh Assistant High Commission, Agartala) সমস্ত কাজকর্ম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এই অবস্থার পরিস্থিতির গুরুত্ব বিচার করে আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনে হামলা ও কলকাতার উপহাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে ওই দুই মিশনের প্রধানকে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে।
আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন কলকাতার মিশন প্রধান। অপরদিকে ত্রিপুরার সহকারি হাইকমিশনারের আজ দেশে ফেরার কথা। বিদেশ মন্ত্রক সূত্রে এই কথা সামনে এসেছে। জানা গেছে, উত্তেজনার মধ্যে কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার শিকদার মো. আশরাফুর রহমান এবং ত্রিপুরার সহকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদকে গত মঙ্গলবার জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: বন্ধ করা হল আগরতলায় বাংলাদেশের হাই কমিশনের সমস্ত কাজ
সেই নির্দেশ পেয়েই ঢাকায় ফেরেন শিকদার মো. আশরাফুর রহমান। ফিরেই তিনি বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। কলকাতার পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। বিদেশ মন্ত্রণালয়ের সিনিয়য় কর্মকর্তার কথায় ত্রিপুরার সহকারি হাইকমিশনার আরিফুর রহমান ঢাকার পথে রওনা হয়েছেন।
উল্লেখ্য, কঠোর নিরাপত্তায় বলয়ে মুড়ে রাখা হয়েছে ত্রিপুরাকে। আগরতলার বাংলাদেশ সহকারি হাইকমিশনে পুলিশের পক্ষ থেকে দুটি নাকা বসানো হয়েছে একদম অফিসে প্রবেশের মুখে। অফিসের ভিতরে সিআরপিএফ জওয়ান সহ ত্রিপুরা পুলিশ মোতায়েন আছে, বাইরে প্রহরায় রয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলস।
দেখুন অন্য খবর: