কলকাতা: কিছু দিন আগে বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) সঙ্গে আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদবের সঙ্গে দেখা হয়। কাজ নিয়ে কথা হয়। কিন্তু এই বৈঠকে চর্চা শুরু হয়ে যায় ফের কি নীতীশ কুমার পাল্টি খাবেন? নীতীশ ফের বিজেপির থেকে আলাদা হয়ে তেজস্বীর সঙ্গে হাত মেলাবে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। জানা গিয়েছে, সূচনা আয়োগের কাজ নিয়ে তেজস্বী ও নীতীশের বৈঠক হয়। ভিতরে কোনও কথা হয়েছে কি না তা জানা যায়নি। এরপরই লালুপ্রসাদ কী কারণে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে?
এর আগে সর্বভারতীয় সংবাদমাধ্যমে নীতীশ কুমার বলেন, উনি দুবার আরজেডির সঙ্গে হাত মিলিয়েছেন। উনি মানেন তাতে ওঁর ভুল হয়েছে। এটাও বলেন, এরপর আর ভুল হবে না। কখনও এদিক ওদিক যাব না। বিহারে বিজেপি জেডিইউ মিলে সব কাজ করেছে। তেজস্বী যাদবও নীতীশকে কটাক্ষ করে বলেন, মোদির প্রতি বিরূপ কথা বলে মোদির পা ছুঁতে চান উনি। কিন্তু তা সত্ত্বেও নীতীশ তেজস্বীর বৈঠক নিয়ে কানাঘুঁষো শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: যৌন হেনস্থার দায়ে সাসপেন্ড অরিন্দম শীল
আরও খবর দেখুন