কলকাতা: আরজি করে (RG Kar Incident) প্রশাসনিক দুর্নীতির তদন্তে সিবিআই। রাজ্যগঠিত সিট তদন্ত বাতিল করে নির্দেশ হাইকোর্ট (Calcutta High Court) বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যবর্তী সময়ে ওই হাসপাতালে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ এনেছিলেন তৎকালীন ওই হাসপাতালেরই ডেপুটি সুপার নন মেডিকেল আখতার আলী। রাজ্যের অ্যান্টি করাপশন শাখার ডিআইজিকে ২০২৩ সালের ১৩ জুলাই তিনি তথ্যভিত্তিক নির্দিষ্ট অভিযোগ জমা দেন। কিন্তু কিছুই হয়নি। আরজিকরের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ফের বিষয়টি নিয়ে তালা থানায় কুড়ি আগস্ট একটি অভিযোগ জমা দেন। হাইকোর্টে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ পেশ করেন।
রাজ্য যারা ১৬ আগস্ট আরজিকরের দুর্নীতি প্রসঙ্গে তদন্তের জন্য তার আইপিএস অফিসারকে নিয়ে সিট গঠন করা হয়েছে। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে তদন্ত হবে। অন্যদিকে কেন্দ্রের আইনজীবী জানান, এই বিষয়টিও যদি সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে তারা তদন্তের জন্য প্রস্তুত।
আরও পড়ুন: আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার আবেদন স্বাস্থ্যসচিবের
আরজি করে নয় আগস্ট এর মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই সিবিআই তদন্তে নির্দেশ জারি হয়েছে। সেই ঘটনার সঙ্গে এই অভিযোগের আপাত সম্পর্ক থাকতে পারে। অন্যদিকে নিরপেক্ষ তদন্তের স্বার্থে সিবিআইকে এই তদন্তভার দেওয়া যেতে পারে। দ্রুত এবং সামঞ্জস্যপূর্ণ তদন্তের স্বার্থে তাই সিবিআইকেই তদন্তের দায়িত্ব দেওয়া হচ্ছে। আগামীকাল বেলা ১০ টার মধ্যে সিট এই বিষয়টির তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি, সিসিটিভি ফুটেজ ও সাক্ষীদের বয়ান সিবিআইকে হস্তান্তর করবে।
প্রসঙ্গত, এই মামলায় অংশ নিয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বিচারপতি ভরদ্বাজের রায় তিনি শুক্রবারেই বিচারপতি হরিশ্ ট্যান্ডের (Justice Harish Tandon) ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেন। কিন্তু ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তাঁকে আবেদন করতে হবে।
অন্য খবর দেখুন