ওয়েব ডেস্ক: আজ, শনিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) দল ঘোষণা করবে বিসিসিআই (BCCI)। দুপুর ১২.৩০টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে দলের সদস্যের নাম জানিয়ে দেওয়া হবে। ভারতের অধিনায়ক হবেন রোহিত শর্মা (Rohit Sharma) সে কথা শুক্রবার রাতেই জানিয়ে দেওয়া হয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন তিনিও। আজ একই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের দলও ঘোষণা করা হবে।
পরপর দুটি টেস্ট সিরিজে ভরাডুবির পর ডামাডোলের মধ্যে ভারতীয় ক্রিকেট। পারফরম্যান্স ভালো করতে এবং দলে সংহতি বাড়াতে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য ১০ দফা নির্দেশিকা জারি করেছে বিসিসিআই। তার মধ্যেই আগ্রহ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে। বিশেষ করে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) চোট কবে সারবে, তিনি আইসিসি ইভেন্টে দলে থাকবেন কি না সেদিকে নজর সবার। বুমরা খেলতে না পারলে দলের শক্তি অনেকটা কমে যাবে তাতে সন্দেহ নেই।
আরও পড়ুন: গোল মিসের বন্যা, জামশেদপুরে মোহনবাগানের ড্র
নজর রয়েছে যশস্বী জয়সওয়ালের উপর। ব্যাটিং ব্যর্থতার সাম্প্রতিক ট্রেন্ডের মধ্যে তিনিই একমাত্র সফল ব্যাটার। লাল বলের ফর্মের জেরে তাঁকে সাদা বলে সুযোগ দেওয়া হয় কি না সেটাই দেখার। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে নাম রয়েছে মহম্মদ শামির, তাঁকেও দলে রাখা হবে বলে আশা। বুমরা না থাকলে তাঁর উপর অনেকটা ভরসা করবে ভারত।
টেস্টে বিপর্যয় হলেও ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্য নিয়ে আশাবাদী ভারত। সীমিত ওভারের ফর্ম্যাটে ফিরতে পেরে অনেকটা স্বস্তি অনুভব করবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা (Virat Kohli)। দলের দুই সিনিয়র ব্যাটার খারাপ ফর্মের জেরে তুমুল সমালোচিত হয়েছেন। সাদা বলে রান করলেই তা বন্ধ হবে।
দেখুন অন্য খবর: