Placeholder canvas
HomeIPL 2024সাধারণ জ্ঞানের বইয়ে স্থান পেলেন রোহিত শর্মা

সাধারণ জ্ঞানের বইয়ে স্থান পেলেন রোহিত শর্মা

কলকাতা: ভারতীয় ক্রিকেট উপকথায় চিরকালের মতো নায়কের স্থান পেয়েছেন কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসেবে সেই জায়গাটা দুর্ভাগ্যবশত সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলি। রবিবার জিতলে প্রথম দুজনের সোপানে অধিষ্ঠিত হবেন রোহিত শর্মা। না জিতলে পড়ে থাকবেন সৌরভদের দলে। শেষ পর্যন্ত কী হবে তা সময় বলবে, তবে পাঠ্যবইয়ের পাতায় ইতিমধ্যেই স্থান পেয়েছেন হিটম্যান।

সম্প্রতি একটি বইয়ের পাতার ছবি প্রকাশ্যে এসেছে। সম্ভবত সাধারণ জ্ঞানের বই সেটি। তাতে ইংরেজিতে রোহিত সম্পর্কে নানাবিধ তথ্য দেওয়া। শিরোনাম ‘ট্যালেন্টেড ইয়ং ব্যাটসম্যান’। প্রথমেই লেখা হচ্ছে, রোহিত শর্মা ভারতের অন্যতম সেরা প্রতিভাবান ব্যাটসম্যান। এরপর তাঁকে নিয়ে ছোট ছোট তথ্য। যেমন, রোহিত ১৯৮৭ সালের ৩০ এপ্রিল মহারাষ্ট্রের নাগপুর জেলার বানসোড়ে জন্মেছিলেন।

আরও পড়ুন: অশোকের দেহ পরিবারের হাতে দেওয়ার নির্দেশ আদালতের

এও লেখা হয়েছে, ভারত অধিনায়ক ব্যাটার হতে চাননি, তিনি অফস্পিনার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু তাঁর কোচ দীনেশ লাড ব্যাটার হিসেবে রোহিতের প্রতিভা বুঝতে পারেন এবং ব্যাটার হিসেবে রূপান্তরিত করেন। হিটম্যানের বাবা-মা স্কুল ফি দিতে অক্ষম ছিলেন তাই তাঁকে স্কলারশিপ দেওয়া হয়েছিল যাতে তিনি ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারেন।

আরও তথ্য আছে, যেমন, ২০১৩ সালের সেপ্টেম্বরে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় রোহিতের। অভিষেকেই ১৭৭ রান করে বিপজ্জনক পরিস্থিতি থেকে ভারতকে শক্ত জমিতে দাঁড় করিয়ে দেন। ইডেনেই ১৭৪ বলে ২৬৪ রানের দানবীয় ইনিংস খেলেন রোহিত যা এখন ওডিআই ক্রিকেটে এক ম্যাচে সবচেয়ে বেশি রান।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments