Placeholder canvas
HomeScrollঅশোকের দেহ পরিবারের হাতে দেওয়ার নির্দেশ আদালতের

অশোকের দেহ পরিবারের হাতে দেওয়ার নির্দেশ আদালতের

কলকাতা: দেহ চেয়ে আদালতের দ্বারস্থ মৃত অশোক সিংহের পরিবার। শনিবার দেহ চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রিওয়ালের। এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি টি এস শিভগননম বলেন, সরকার পক্ষকে নিয়ে আসুন। তারপর আমি আপনার আবেদন শুনব।

এরপরই সরকারি আইনজীবী এজলাসে হাজির হলেই বিচরপতি বলেন, মৃত ব্যক্তিকে সম্মান জানানো আমাদের কর্তব্য। এসএসকেএম থেকে মৃত অশোক সিংহের দেহ পরিবারকে দেওয়ার নির্দেশ দেন তিনি। বিচরপতির আরও নির্দেশ, সরকারি গাড়িতে পুলিশি নিরাপত্তায় দেহ সোজা আমহার্স্ট স্ট্রিটে মৃতের বাড়িতে নিয়ে যেতে হবে। সেখান থেকে শ্মশানে নিয়ে যেতে হবে। উত্তরে সরকারি আইনজীবী বলেন, অতীতে এমন ক্ষেত্রে দেহ নিয়ে পথ অবরোধের উদাহরণ আছে। নিশ্চিত করা হোক যেন তেমন কিছু না হয়।

আরও পড়ুন: জলপাইগুড়িতে স্ক্রাব টাইফাসে আক্রান্ত ১, আতঙ্কে শহরবাসী

প্রধান বিচারপতির ডিবিশন বেঞ্চ জানায়, পুলিশি হেফাজতে মৃত্যু নিয়ে যে অভিযোগ রয়েছে, তা পরবর্তী শুনানিতে শোনা হবেয

RELATED ARTICLES

Most Popular

Recent Comments