কলকাতা: আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। তারপরই বিশ্বকাপ ফাইনালে (World Cup Final 2023) মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ফাইনাল দেখার অপেক্ষায় গোটা দেশ। এর মাঝেই বোমা ফাটালেন দক্ষিণের জনপ্রিয় তেলুগু অভিনেত্রী (Telegu Actress) রেখা বুজ (Rekha Boj)।
নিজের ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লেখেন, যদি বিশ্বকাপে ভারত জেতে তাহলে ভাইজ্যাকের সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌড়ব। সোশ্যাল মিডিয়ার পেজে এই পোস্ট শেয়ার করতেই তা আগুনের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগেল পড়ে গিয়েছে। নেটিজেনদের একটা বড় অংশের দাবি এটা অত্যন্ত আপত্তিকর একটি পোস্ট। নেটিজেনদের ধারণা লাইমলাইটে আসার জন্যই এই ধরণের পদক্ষেপ।
আরও পড়ুন: রশ্মিকার পর এবার কাজলের ডিপফেক ভিডিয়ো
এক ব্যক্তি লেখেন, সব ছেলেরা ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। সেই সঙ্গে ভাইজ্যাকে আপনাকে দেখার জন্য টিকিট কাটবে। এপর এক নেট নাগরিক লেখেন, ভারত তো ম্যাচ জিতবেই, আপনি তৈরি তো?’ উৎসুক মন নিয়ে এক ফেসবুক ইউজার জানতে চান, ‘ তুমি সত্যিই নিজেকে নগ্ন করতে চাও’? তবে, সমালোচনার মুখে আবার জবাবও দিয়েছেন রেখা। তাঁর দাবি, তিনি এভাবেই ভারতীয় দলের প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করতে চেয়েছিলেন।
দেখুন আরও অন্য খবর