Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনরশ্মিকার পর এবার কাজলের ডিপফেক ভিডিয়ো

রশ্মিকার পর এবার কাজলের ডিপফেক ভিডিয়ো

ডিপফেক ভিডিও নতুন আতঙ্কের নাম

Follow Us :

কলকাতা: রশ্মিকার পর এবার কাজল। কাজলের (Kajal) ডিপফেক ভিডিয়ো (Deepfake Video) ঘিরে শোরগোল। কাজলের ‘নগ্ন হয়ে পোশাক বদল’-এর ডিপফেক ভিডিয়ো এবার ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ডিপফেক ভিডিয়ো আসলে একজনের শরীরে অন্যের মুখ বসানো। অর্থাৎ, একটি ছবিতে দুজনের চেহারা। শরীর একজনের, মুখ অন্যের। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, ক্যামেরার সামনেই পোশাক বদলাচ্ছেন কাজল। নেটদুনিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। সেই সঙ্গে বেড়েছে আতঙ্কও। 

বিভিন্ন  ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম খতিয়ে দেখে জানিয়েছে, ভিডিওটি একজন টিকটক ইনফ্লুয়েন্সরের। ‘Get Ready With Me’ ট্রেন্ডে তিনি একটি ভিডিও পোস্ট করেন। তাতেই বসিয়ে দেওয়া হয়েছে কাজলের মুখ। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এই ভিডিওর মুখ পরিবর্তন করা হয়েছে। রোজি ব্রিন নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরের ভিডিওতে প্রতিস্থাপন করা হয়েছে কাজলের মুখ। আর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এতটাই নিখুঁত করে তোলা হয়েছে এই ভিডিও যে, মনে হবে, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পোশাক পরিবর্তন করছেন এবং তাতে অনেকেই হতভম্ব হয়ে যান।

আরও পড়ুন: ভারতের বিশ্বজয়ের আশায় বিশেষ বার্তা বলিউড বাদশার

কয়েকদিন আগে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে রশ্মিকা মান্দানার বিকৃত একটি ভিডিও। গোটা দুনিয়ায় রীতিমতো হইচই পড়ে যায়। ডিপফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি রশ্মিকার এই ভিডিও নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে। এমনকী, খোদ রশ্মিকাও এই ভিডিও ভাইরাল হওয়ার পর আতঙ্কের কথা বলেছেন। এই ধরনের নক্কারজনক কাজের বিরুদ্ধে মুখ খুলেছেন অমিতাভ বচ্চনও। 

দেখুন আরও অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular