ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ছিলেন না বরুণ চক্রবর্তী (Varun Chakravarty)। কিন্তু নাগপুরে ভারতীয় দলের অনুশীলনে দেখা যায় তাঁকে। জল্পনা ওঠে, তাহলে কি কেকেআর-এর মিস্ট্রি স্পিনারকে নেট বোলার হিসেবে ব্যবহার করতে চাইছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু ভারতের ওডিআই দলের সহ-অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) জানিয়ে দিলেন, দলে নেওয়া হয়েছে বরুণকে। সন্ধে নাগাদ বিসিসিআই (BCCI) আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করে।
শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আগে মিস্ট্রি স্পিনারকে পরখ করে নিতে চাইছেন কোচ গম্ভীর। স্কোয়াডে ইতিমধ্যেই রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব রয়েছেন। এরপরেও বরুণকে নেওয়া হল। কোনও সন্দেহ নেই, টি২০ সিরিজে তাঁর পারফরম্যান্স টিম ম্যানেজমেন্টকে দারুণ খুশি করেছে।
আরও পড়ুন: আইপিএলে অধিনায়ক কোহলি! বিরাট আপডেট দিল RCB
🚨 𝗡𝗘𝗪𝗦 🚨
Varun Chakaravarthy added to India’s squad for ODI series against England.
Details 🔽 #TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank
— BCCI (@BCCI) February 4, 2025
টি২০ সিরিজে এক ম্যাচে পাঁচ উইকেট সহ পাঁচ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন বরুণ। ইংলিশ ব্যাটাররা তাঁর বলের হদিশ পাচ্ছিলেন না। কে বলতে পারে, ওডিআই সিরিজে যদি সুযোগ পেয়ে নজর কাড়তে পারেন, তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ঢুকে পড়তে পারেন।
বহু প্রতীক্ষিত আইসিসি ইভেন্টের জন্য প্রাথমিকভাবে একটা দল ঘোষণা করে রেখেছে বিসিসিআই। তবে জসপ্রীত বুমরাকে নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ১১ ফেব্রুয়ারি চূড়ান্ত দল ঘোষণা করতেই হবে। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে শুশ্রুষায় আছেন বুমরা। ১১ তারিখের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠতে না পারলে বরুণ দলে ঢুকে পড়তেই পারেন।
দেখুন অন্য খবর: