Placeholder canvas

Placeholder canvas
HomeScroll২ ঠিকা শ্রমিকের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ
Asansol

২ ঠিকা শ্রমিকের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

Follow Us :

আসানসোল: দুই ঠিকা শ্রমিকের পোষ্যের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে কলিয়ারিতে বিক্ষোভ। আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি ১ ও ২ নম্বর কোলিয়ারিতে দুর্ঘটনায় ২ জন ঠিকা শ্রমিকের মৃত্যুর ঘটনায় বুধবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে কলিয়ারির অন্যান্য ঠিকা শ্রমিকরা। তাঁদের দাবি, উপযুক্ত ক্ষতিপূরণ এবং পোষ্যের চাকরি দিতে হবে। আর ভোটের আগে এই সুযোগকে কাজে লাগাতে ময়দানে নেমে পড়েছে সিপিএম থেকে বিজেপির মতো বিরোধী দলগুলি।

ক্ষতিপূরণ এবং পোষ্যের চাকরি আদায় করতে কলিয়ারিতে উপস্থিত হন প্রাক্তন মন্ত্রী তথা সিটু নেতা বংশগোপাল চৌধুরী, কুলটির প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। তাঁদের উভয়েরই দাবি, ক্ষতিপূরণ ও চাকরি। যতক্ষন না পর্যন্ত ইসিএল কর্তৃপক্ষ মৃত দুই শ্রমিকের পরিবার চাকরি ও উপযুক্ত ক্ষতিপূরণ দেবে তাদের এই বিক্ষোভ অবস্থান চলবে।

আরও পড়ুন: সাঁতার শেখাতে নেমে মৃত্যু বাবা ও ছেলের

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular