নয়াদিল্লি: ইদানীং তাঁকে সক্রিয়ভাবে দেখা যাচ্ছিল না। বিহারে (Bihar) বিজেপি জেডিইউয়ের জোট সরকার হল, শিরোনামে তাঁকে দেখা যায়নি। অথচ তিনিই ছিলেন বিহার বিজেপির অন্যতম প্রধান মুখ। এবার প্রকাশ্যে সেই সুশীল মোদি জানালেন তিনি ক্যান্সার রোগে আক্রান্ত। কর্কট রোগের সঙ্গে যুঝছেন। সেজন্য এই লোকসভা ভোটেও তিনি লড়তে চান না।
বিজেপি (BJP) সাংসদ সুশীল মোদী (Sushil Modi) বুধবার বলেন, তিনি আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কারণ তিনি গত ছয় মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। তিনি এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বিষয়টি জানিয়েছেন।লহিন্দিতে একটি টুইটে বিহারের ৭২ বছর বয়সী প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী আরও বলেন, তিনি অনুভব করেছেন যে লোককে এটা জানানোর সময় এসেছে। রাজ্যসভার সাংসদ আরও বলেন, তিনি সর্বদা দেশ, বিহার এবং দলের কাছে কৃতজ্ঞ থাকবেন। সুশীল মোদির ঘোষণার প্রতিক্রিয়ায়, বিজেপি নেতা এবং দলের সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, গভীরভাবে বেদনার্ত। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।
আরও পড়ুন: মুখ্যসচিবের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট
সুশীল মোদি ২০১৭ সালের জুলাই থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত বিহারের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। লোক জনশক্তি পার্টির সুপ্রিমো রাম বিলাস পাসোয়ান দীর্ঘ অসুস্থতার কারণে ২০২০ সালের অক্টোবরে মারা যাওয়ার পরে শূন্য আসনটি পূরণ করতে তিনি বিহার থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আরও খবর দেখুন