বীরভূম: দীর্ঘ ২ বছর জেলবন্দি। বীরভূমের রাজনীতি অনুব্রতহীন কাটলেও লোকসভা নির্বাচনে তার কোনও প্রভাব পড়েনি। অবশেষে অপেক্ষার অবসান। ফিরছেন কেষ্ট। তবে কবে ফিরবেন? নির্ভর করছে অনুব্রতর উপর। জানা যাবে জেল মুক্তির পর। আগের মত পুরোদমে বীরভূম জেলায় ক্ষমতায় থাকতে পারবেন অমুব্রত? দল অবশ্য কোর কমিটিকে কিছু জানায়নি। এদিকে আজই তিহার জেল থেকে বের হচ্ছেন অনুব্রত। বীরভূমে ফেরার কথা। তবে এখনই তিনি ফিরবে কিনা? তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, এখনও পর্যন্ত বিমানের টিকিট কাটা হয়নি।
নিচুপট্টির বাড়ি থেকে আসানসোল, সেখান থেকে দিল্লি। ২০২২ সালের ১১ অগাস্ট সিবিআই-এর হাতে গ্রেফতারির পর ২০২৩ সালের ১৭ নভেম্বর ইডি গ্রেফতার করে অনুব্রত মণ্ডলকে। কেষ্টহীন লোকসভায় বীরভূমের রাজনীতিতে যদিও জায়গা করতে পারেনি বাংলার প্রধান বিরোধী দল বিজেপি। বরং টানা দু-বছর জেলবন্দি থাকার পর ইডির তথ্য প্রমাণের অভাবে অবশেষে জামিন পেলেন তিনি।
আরও পড়ুন: অনুব্রতর পর গরুপাচার কাণ্ডে জামিন এনামুল হকের
২০ সেপ্টেম্বর জামিনের খবর পৌঁছতেই বোলপুরে অনুব্রতর প্রতিবেশীদের মনে আনন্দের ছাপ। খা খা বাড়িতে আবার বাড়বে ভিড়। আবার খেলা হবে। আবার স্বমহিমায় ফিরবেন আশা বোলপুরে কেষ্ট শুভাকাঙ্ক্ষীদের। পুজোর আগে বীরভূমের রাজনিতীতে কেষ্ট মণ্ডলের ফেরার খবর এ যেন বাড়তি পাওনা শাসকদলের। একসময় অনুব্রত বিরোধী তৃণমূল নেতা তথা বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখও খুশি। তবে কেষ্ট ফিরলে কোর কমিটির কী কোনও রদবদল হবে, যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। রাজধানী থেকে লালমাটিতে মেয়ে সুকন্যাকে নিয়ে ফিরছেন কেষ্ট। পুজোর আগেই অনুব্রত ফেরার খবরে উচ্ছসিত বীরভূম।
এদিকে মঙ্গলবার বীরভূম জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা নাগাদ বোলপুরের গীতাঞ্জলিতে প্রশাসনিক বৈঠক করবেন বন্যা পরিস্থিতি নিয়ে। সেখানে জেলার সমস্ত বিধায়ক, তিন সাংসদ, এসপি, জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি সকলেই থাকার কথা রয়েছে।
মুখ্যমন্ত্রী সফর ঘিরে চলছে প্রস্তুতি। গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। মুখ্যমন্ত্রীর থাকার জায়গা আমারকুটির রাঙা বিতান অতিথি নিবাসে পরিষ্কার-পরিচ্ছন্ন হচ্ছে। অস্থায়ী হেলিপ্যাড তৈরির কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। তবে মুখ্যমন্ত্রীর সফরে অনুব্রত জেলায় ফিরবেন? মুখ্যমন্ত্রী কি আদৌ কেষ্টকে আগের মত ক্ষমতা তুলে দেবেন, নাকি কোর কমিটিকে দিয়েই দল চালাবেন দলনেত্রী। প্রশ্ন বীরভূমের রাজনৈতিক মহলে।