Thursday, July 3, 2025
Homeরাজ্যধর্মতলা এখন ধর্নাতলা হয়ে গেছে!
CPIM Candidate Biplab Mitra

ধর্মতলা এখন ধর্নাতলা হয়ে গেছে!

আমরা আদর্শ ও নীতিতে বিশ্বাসী, মন্তব্য সিপিএম প্রার্থী বিপ্লব মৈত্রর

Follow Us :

আরামবাগ: ধর্মতলা এখন ধর্নাতলা হয়ে গেছে, ১০০০ দিন ওখানে বসে ওরা কাঁদছে। আমাদের এই লোকসভা ভোটের ইস্যুই হল কর্মসংস্থান, উন্নয়ন আর দুর্নীতির বিরুদ্ধে নীতির লড়াই ও প্রতিবাদ। এই ইস্যুতে আমাদের ভোটে লড়াই। আর আমরা আদর্শ ও নীতিতে বিশ্বাসী। সেই লক্ষেই আমাদের নির্বাচনী প্রচার। সোমবার বিকালে মিছিল সহযোগে নির্বাচনী প্রচারে বেরিয়ে এমনই বার্তা দিলেন আরামবাগের (Arambagh Lok Sabha) সিপিএম প্রার্থী বিপ্লব মৈত্র (CPIM Candidate Biplab Mitra)।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩২)

এদিন বিকালে আরামবাগ (Arambag) শহরে সিপিএমের জোনাল কমিটির পার্টি অফিস থেকে নির্বাচনী প্রচার শুরু করেন বিপ্লব। সঙ্গে ছিলেন বহু কর্মী ও সমর্থকরা। মহিলা কমিটির সদস্যা রাও পা মেলান মিছিলে। গোটা শহর পদযাত্রা করেন তাঁরা। কোথাও জড়িয়ে আলিঙ্গন করেন তো কোথাও গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে জনসংযোগ করেন বিপ্লব। প্রত্যেকের হাতে লাল ঝান্ডা থাকায় পদযাত্রা লালে লাল হয়ে ওঠে।সিপিএমের (CPIM) মিছিল দেখতে আরামবাগের রাস্তায় ভিড় জমান বহু মানুষ। তাদের কাছে গিয়ে করমর্দন করেন ভোট প্রার্থনা করেন বিপ্লব।কেন সিপিএমকে ভোট দেবেন তার ব্যাখ্যাও করেন সিপিএম প্রার্থী বিপ্লব মৈত্র।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39