নদিয়া: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গের দুর্গতদের (North Bengal Flood) পাশে দাঁড়াল নদিয়া (Nadia) জেলা উত্তর সাংগঠনিক বিজেপি (BJP)। মানবিক উদ্যোগে দলের পক্ষ থেকে পাঠানো হল ত্রাণসামগ্রী (District News)।
জেলা বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস জানান, সম্প্রতি বন্যায় উত্তরবঙ্গের একাধিক পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছেন। জীবন বাঁচাতে বহু মানুষ ঘরবাড়ি ও সঞ্চয় হারিয়ে শরণার্থী জীবনে দিন কাটাচ্ছেন। সেইসব দুর্গত পরিবারের সাহায্যে এগিয়ে এসেছে জেলার বিজেপি কর্মী ও সমর্থকেরা।
এদিন এক লরি ভর্তি চাল, ডাল, চিঁড়ে, মুড়ি, শুকনো খাবার ও নতুন বস্ত্র উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেয়। অর্জুন বিশ্বাস বলেন, “এই কঠিন সময়ে উত্তরবঙ্গের মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। আমাদের সামান্য সহযোগিতা তাঁদের কিছুটা হলেও স্বস্তি দেবে বলে আমরা বিশ্বাস করি।”
দেখুন আরও খবর: