Tuesday, October 14, 2025
HomeScrollরাজনীতি নিয়ে ব্যস্ত শাসক-বিরোধীরা সরকারি ভাতার টাকা না মেলায় ক্ষুব্ধ প্রবীণরা
Shantipur

রাজনীতি নিয়ে ব্যস্ত শাসক-বিরোধীরা সরকারি ভাতার টাকা না মেলায় ক্ষুব্ধ প্রবীণরা

বার্ধক্য ও বিধবা ভাতা বন্ধে ক্ষুব্ধ প্রবীণ মহল, শাসক-বিরোধী তরজায় তপ্ত রাজনৈতিক মহল

নদিয়া: দীর্ঘদিন ধরে সরকারি বার্ধক্য ও বিধবা ভাতা বন্ধ থাকায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। একদিকে শাসক দলের “হবে, হচ্ছে” আশ্বাস, অন্যদিকে বিরোধীদের রাজনৈতিক তরজা, দু’পক্ষের এই লড়াইয়ে সমস্যায় পড়েছেন প্রকৃত সুবিধাভোগীরা। বর্তমানে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে (District News)।

শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন, “কেউ যদি বলে থাকেন টাকা পাচ্ছেন না, তাহলে তাঁরা প্রমাণসহ বিডিও অফিস বা পৌরসভায় যোগাযোগ করুন। কোনো স্কিম বন্ধ হয়নি। জয়বাংলা পোর্টালে নাম নথিভুক্ত করা হয়েছে। ফান্ড আসলেই টাকা প্রদান শুরু হবে।”

আরও পড়ুন: দুর্গাপুর ডাক্তারি পড়ুয়াকে নির্যাতনের ঘটনার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি

তবে ভিন্ন সুর রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। তাঁর অভিযোগ, “রাজ্য সরকার এক খাতের টাকা অন্য খাতে ব্যবহার করছে। কোথায় কত ব্যয় হয়েছে তার হিসেব নেই। এই বেহিসাবের জন্যই কেন্দ্র কিছু টাকা আটকে দিচ্ছে। রাজ্য সরকার সেই টাকা দলীয় কর্মীদের স্বার্থে ব্যবহার করছে।”

দু’পক্ষের রাজনৈতিক চাপানউতোরের মধ্যে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। বহু প্রবীণ ও বিধবা নারী অভিযোগ করেছেন, টানা কয়েক মাস ধরে তাঁরা টাকা পাচ্ছেন না, অথচ সরকারি দপ্তরে গিয়েও মেলে না সঠিক উত্তর। তাঁদের কথায়—“রাজনীতি নয়, চাই টাকার নিশ্চয়তা।”

দেখুন আরও খবর:

Read More

Latest News