পূর্ব বর্ধমান: নচিকেতার জনপ্রিয় গানের সেই করুণ বাস্তবতা যেন বাস্তবতার রূপ পেল পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার জামালপুরে (Jamalpur)। একসময় সন্তান ছিল সব আশা-ভরসার কেন্দ্র, আজ সেই সন্তানই বাবা মায়ের স্মৃতিচিহ্ন অবহেলায় ফেলে রেখে গেল নদীর ধারে। সম্প্রতি জামালপুরের দামোদর নদীর (Damodar River) পাড়ে ঘটে এক চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনা।
দোলপূর্ণিমার দিনে এক মোটর ভ্যানে করে দুটি মূর্তি এনে নদীর তীরে ফেলে যান এক ব্যক্তি। মূর্তি দুটি ছিল মৃত বাবা-মায়ের। যা দেখে উপস্থিত লোকজন হতভম্ব হয়ে যান। প্রত্যক্ষদর্শীরা প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান যে, তিনি রায়না থানার শ্যামসুন্দর এলাকা থেকে এসেছেন এবং স্বপ্নাদেশ পেয়েই নাকি বাবা-মায়ের মূর্তি নদীর পাড়ে রেখে যাচ্ছেন!
আরও পড়ুন: দোলের দিন নয়, পরদিন হয় রং খেলা! বর্ধমানে কেন এই আজব রীতি?
বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রশাসনের নজরে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এই ঘটনায় কে বা কারা জড়িত এবং কেন এমন কাজ করা হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এমন অমানবিক ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, আধুনিক সমাজে বাবা-মায়ের প্রতি সন্তানের দায়বদ্ধতা কি এতটাই কমে গেছে? মৃত বাবা-মায়ের স্মৃতিচিহ্নের প্রতি এমন অবহেলা, এমন নির্মম পরিণতি দেখে নিন্দার ঝড় উঠেছে চারিদিকে।
এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের সমাজের এক গভীর সংকটের প্রতিফলন। যেখানে একসময় বাবা-মা সন্তানের জন্য নিঃস্বার্থভাবে জীবন উৎসর্গ করেন, সেই সন্তানই একদিন তাদের মূল্য হারিয়ে ফেলে। এখন দেখার, এই ঘটনায় পুলিশ কী ব্যবস্থা নেয় এবং এর পেছনে সত্যিই কোনো আইনভঙ্গের ঘটনা রয়েছে কি না।
দেখুন আরও খবর: