কলকাতা: রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির কথা জানিয়েছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত বছরের ডিসেম্বরে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণাকেই চন্দ্রিমা ভট্টাচার্য আনুষ্ঠানিক ভাবে রাজ্য বাজেটে ঘোষণা করেন। সেইমতো আগামী মে থেকেই বর্ধিত হারে বেতন হবে রাজ্য সরকারি কর্মচারীদের। রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ১৪ শতাংশে। শুক্রবার তারই বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন (Nabanna)।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৪)
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৪৬ শতাংশ হারে ডিএ পান। ফলে কেন্দ্র-রাজ্য ডিএ-এর ফারাক রয়েছেই। মে মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে ১৪ শতাংশ হয়ে যাবে। ডিসেম্বরে ডিএ বৃদ্ধির ঘোষণার সময়েই মমতা কেন্দ্র-রাজ্য ফারাক বুঝিয়েছিলেন। জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক। কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়। রাজ্যে ডিএ ঐচ্ছিক।
আরও পড়ুন: এইসব নিয়ম মানতেই হবে ভোটের প্রার্থী ও দলের প্রচারকদের, কড়াবার্তা কমিশনের
রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সরকারের ২,৪০০ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বর্ধিত ডিএ-এর ফলে উপকৃত হবেন রাজ্যের ১৪ লক্ষ সরকারি কর্মী। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্র-রাজ্য ৩৬ শতাংশ ফারাক মানতে নারাজ রাজ্য সরকারি কর্মচারীরা। সেই নিয়েই লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন ডিএ আন্দোলনকারীরা। তাদের দাবি, কেন্দ্রীয় হারে ডিএ। মুখ্যমন্ত্রীর ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণার পরেও প্রাপ্য ডিএ-এর দাবিতে আন্দোলনে (DA Agitation) অনড় সংগ্রামী যৌথ মঞ্চ।
আরও খবর দেখুন