Placeholder canvas
Homeরাজ্যদীর্ঘ ১৫ বছর ব্রিজ বেহাল, প্রতিবাদে অবরোধ স্থানীয়দের

দীর্ঘ ১৫ বছর ব্রিজ বেহাল, প্রতিবাদে অবরোধ স্থানীয়দের

দীর্ঘ ১৫ বছর ধরে ব্রিজের বেহাল অবস্থা

এগরা: দীর্ঘ ১৫ বছর ধরে ব্রিজের (Bridge) বেহাল অবস্থা। তা সত্ত্বেও কোনও হেলদোল নেই স্থানীয় প্রশাসনের। ক্রমাগত দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তারই প্রতিবাদে মঙ্গলবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার এগরা ১ নং ব্লকের কুদির ঘটনা।

এদিন কুদি-এগরা রাজ্য সড়কের ওপর পথ অবরোধ করে এলাকার স্কুলের ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাঘাট খারাপ ও ব্রিজের বেহাল পরিস্থিতির জন্য বারবার দুর্ঘটনা ঘটছে। জানা গিয়েছে, গত ৩ দিন আগে হামারজিতা গ্রামের তপন ঘোড়াই নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে কুদি যাওয়ার সময় ব্রিজ থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন। গুরুতর চোট পান তপন বাবুর স্ত্রী ও ছেলে। আজ সেই ঘটনাকে কেন্দ্র করে কুদিতে উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে বিক্ষোভ গ্ৰামবাসীদের

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এগরা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ঘটনাস্থলে পৌঁছয় এগরা ১ ব্লকের বিডিও। তিনি আশ্বাস দেন, দ্রুত এই ব্রিজের মেরামতের ব্যবস্থা করবেন। বিডিওর আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

দেখুন আরও অন্য খবর

জেলা Bulletin | সপ্তাহের শেষে পারদ, রাজ্যে কবে জাঁকিয়ে শীত জানতে হলে দেখুন জেলা বুলেটিন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments